Class 6 math ex-3.3 solution | ৬ষ্ঠ শ্রেণি গণিত অনু ৩.৩ সমাধান

সংখ্যারেখায় পূর্ণসংখ্যার বিয়োগ

. –a এর যোগাত্মক বিপরীত রাশি কোনটি?

ক. +a  

খ. –a2  

 গ. \frac{1}{a} 

ঘ.  – \frac{1}{a} 

উত্তরঃ ক

. 12 এর সাথে, এর যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়

ক. -24  

খ. -12   

গ. 0   

ঘ. 24

উত্তরঃ গ

. -15=-10; চিহ্নিত স্থানের সংখ্যাটি কত?

ক. -25   

খ. -5   

গ. 25   

ঘ. 5

উত্তরঃ ঘ

নিচের তথ্যের আলোকে ( ) নং প্রশ্নের উত্তর দাও

-7,-8,-9 তিনটি পূর্ণসংখ্যা

. প্রথম সংখ্যার সাথে ২য় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে হয়

ক. -15   

খ. -1   

গ. 1   

ঘ. 15

উত্তরঃ গ

. ১ম ৩য় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যার যোগফলের সাথে ২য় সংখ্যা যোগ করলে যোগফল A হলে

ক. A<-15  

খ. A>-90   

গ. A>97   

ঘ. A<-97

উত্তরঃ খ

. A=45-(11) এবং B=57+(-4) হলে

i.. A=56

ii.. B=-53
iii.. A-B=3

নিচের কোনটি সঠিক?

ক. i,ii  

খ. i,iii    

গ. ii,iii  

ঘ. i,ii,iii

উত্তরঃ খ

.                

Class 6 math ex-3.3 solution

চিত্রের চিহ্নিত অংশে আছে-

i..অঋণাত্মক পূর্ণ সংখ্যা

ii..সকল মৌলিক সংখ্যা
iii..সকল জোড় সংখ্যা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  

খ. i ও iii  

গ. ii ও iii   

ঘ. i, ii ও iii

উত্তরঃ ঘ

নিচের তথ্যের আলোকে (৮ ও ৯) নং প্রশ্নের উত্তর দাও।

. সমতল মেঝের অবস্থান সূচক কোন ধরনের?

ক. ঋণাত্মক  

খ. অঋণাত্মক

গ. বিজোড়   

ঘ. মৌলিক
উত্তরঃ খ

. সমতল মেঝে থেকে 3 ধাপ অপরে গিয়ে সেখান থেকে ধাপ নিচে হেলে হবে

ক. -8   

খ. -2   

গ. 2   

ঘ. 8

উত্তরঃ খ

১০. বিয়োগফল নির্ণয় করঃ

() 35-20

সমাধানঃ

35-20
=15

() 72-90

সমাধানঃ

72-90
=-18

() (-15)-(-18)

সমাধানঃ

(-15)-(-18)
=-15+18
=3

() (-20)-13

সমাধানঃ

(-20)-13
=-20-13
=-33

() 23-(-12)

সমাধানঃ

23-(-12)
=23+12
=35

() (-32)-(-40)

সমাধানঃ

(-32)-(-40)
=-32+40
=8

১১. নিচের ফাঁকা ঘরগুলোতে >,< বা = চিহ্ন বসাওঃ

() (-3)+(-6)  (-3)-(-6)

সমাধানঃ

(-3)+(-6)
=-3-6
=-9
(-3)-(-6)
=-3+6
3
যেহেতু, -9<3
সুতরাং, (-3)+(-6) <  (-3)-(-6)

() (-21)-(-10) (-31)+(-11)

সমাধানঃ

(-21)-(-10)
=-21+10
=-11
(-31)+(-11)
=-31-11
-42
যেহেতু, -11>-42
সুতরাং, (-21)-(-10) > (-31)+(-11)

() 45-(-11) 57+(-4)

সমাধানঃ

45-(-11
=45+11
=56
57+(-4)
=57-4
=53
যেহেতু, 56>53
সুতরাং, 45-(-11) > 57+(-4)

() (-25)-(-42) (-42)-(-25)

সমাধানঃ

(-25)-(-42)
=-25+42
=17
(-42)-(-25)
=-42+25
=-17
যেহেতু, 17>-17
সুতরাং, (-25)-(-42) > (-42)-(-25)

১২. নিচের ফাঁকাগুলো পূরন করঃ

() (-8)+ =0

সমাধানঃ

(-8)+ ⬜=0
বা, 8+(-8)+ ⬜=8+0 [উভয়পক্ষে (-8) এর যোগাত্মক বিপরীত যোগ করে]
বা, 0+⬜=8
বা, ⬜=8

() 13+=10

সমাধানঃ

13+⬜=10
বা, (-13)+13+⬜=(-13)+10 [উভয়পক্ষে 13 এর যোগাত্মক বিপরীত যোগ করে]
বা, 0+⬜=-3
বা, ⬜=-3

() 12+(-12)=

সমাধানঃ

12+(-12)= ⬜
বা, 0=⬜
বা, ⬜=0

() (-4)+

=-12

সমাধানঃ

(-4)+ ⬜=-12
বা, (-4)+4+ ⬜=-12+4 [উভয়পক্ষে -4 এর যোগাত্মক বিপরীত যোগ করে]
বা, 0+⬜=-8
বা, ⬜=-8

()-15=-10

সমাধানঃ

⬜-15=-10
বা, ⬜-15+15=-10+15 [উভয়পক্ষে -15 এর যোগাত্মক বিপরীত যোগ করে]
বা, ⬜+0=5
বা, ⬜=5

১৩. মান নির্ণয় করঃ

() (-7)-8-(-25)

সমাধানঃ

(-7)-8-(-25)
=-7-8+25
=25-15
=10

() (-13)+32-8-1

সমাধানঃ

(-13)+32-8-1
=-13+32-9
=32-13-9
=32-22
=10

() (-7)+(-8)+(-90)

সমাধানঃ

(-7)+(-8)+(-90)
=-7-8-90
=-105

() 50-(-40)-(-2)

সমাধানঃ

50-(-40)-(-2)
=50+40+2
=92

১৪. -3, 6, 9 তিনটি পূর্ণসংখ্যা

(ক) -3 এবং 6; 9 এবং -3; (-3+6) এবং (9-6) এর মধ্যে > বা < বা = চিহ্ন বসাও।

(খ) –(-3)+(-6)+9 এর মান নির্ণয় কর।
(গ) সংখ্যারেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল; 9 এবং 6 এর বিয়োগফল নির্ণয় কর।

সমাধানঃ

()

-3 হলো 6 থেকে ছোট। সুতরাং, -3<6
9 হলো -3 থেকে বড়। সুতরাং, 9>-3
আবার,
-3+6=3 এবং 9-6=3 সুতরাং, (-3+6)=(9-6)

()

–(-3)+(-6)+9
=+3-6+9
=3+9-6
=12-6
=6

()

-3+6=(-3)+(+6)
প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।

        

সংখ্যারেখার 0 বিন্দু থেকে বামদিকে প্রথমে 3 ধাপ অতিক্রম করে -3 বিন্দুতে পৌঁছাই। তারপর -3 বিন্দুর ডানদিকে 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে -3 এবং 6 এর যোগফল (-3)+(+6)=3.

9-6=9+(-6)

প্রথমে একটি সংখ্যারেখা আঁকি।

                    

সংখ্যারেখার 0 বিন্দু থেকে ডানদিকে প্রথমে 9 ধাপ অতিক্রম করে 9 বিন্দুতে পৌঁছাই। তারপর 9 বিন্দুর বামদিকে 6 ধাপ অতিক্রম করি এবং 3 বিন্দুতে পৌঁছাই। তাহলে 9 এবং 6 এর বিয়োগফল 9-6=3.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top