৬ষ্ঠ শ্রেণি গণিত ১ম অধ্যায় অনুশীলনী ১.১ বহুনির্বাচনী প্রশ্ন
১. দশভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কী বলে? (সহজ)
√ক. দশমিক
খ. বাইনারি
গ. মেট্রিক
ঘ. শতকীয়
২. পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীক কয়টি?
ক. ৫টি
খ. ৮টি
√গ. ১০টি
ঘ. ৯টি
৩. কোনো সার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সংখ্যা প্রকাশ করে তাকে অঙ্কের কী বলে?
ক. স্থানীয় মান
√খ. স্বকীয় মান
গ. সংখ্যা পাতন
ঘ. বিভাজ্যতা
৪. সংখ্যায় ব্যবহৃত কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ঐ অঙ্কের কী বলে? (সহজ)
ক. সংখ্যাপাতন
খ. স্বকীয় মান
√গ. স্থানীয় মান
ঘ. বিভাজ্যতা
৫. পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি?
ক. ৭টি
খ. ৮টি
√গ. ৯টি
ঘ. ১০টি
৬. সার্থক অঙ্ক কয়টি?
ক. ৫টি
খ. ৬টি
গ. ৮টি
√ঘ. ৯টি
৭. কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কী বলে? (সহজ)
ক. সংখ্যাপাতন
খ. বিভাজ্যতা
√গ. অঙ্কপাতন
ঘ. স্বকীয় মান
৮. নিচের কোনটি অভাবজ্ঞাপক অঙ্ক?
√ক. ০
খ. ১
গ. ৮
ঘ. ৯
৯. কোনো অঙ্ক এক এক স্থান করে বামদিকে সরে গেলে তার মান উত্তরোত্তর কতগুণ করে বৃদ্ধি পায়? (সহজ)
ক. দুই গুণ
খ. তিন গুণ
গ. পাঁচ গুণ
√ঘ. দশ গুণ
১০. ৩৩৩ সংখ্যাটির ডানদিক থেকে দ্বিতীয় স্থানে ৩ এর স্থানীয় মান কত?
ক. ৩
√খ. ৩০
গ. ৩০০
ঘ. ৩০০০
১১. ২৩০০৫ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান নিচের কোনটি?
ক. ৩০
খ. ৩০০
√গ. ৩০০০
ঘ. ৩০০৫
১২. ৪২০৩ সংখ্যাটিতে ২ এর স্থানীয় মান কত?
ক. দুই
খ. বিশ
√গ. দুইশ
ঘ. দুই হাজার
১৩. ২৩৫৪ সংখ্যাটিতে ৩ এর স্থানীয় মান কত?
ক. ৩
√খ. ৩০০
গ. ৩০০০
ঘ. ৩০০০০
১৪. ৬৬৬৬ সংখ্যাটিতে সর্ব ডানের অবস্থিত ৬ এর স্থানীয় মান কত?
√ক. ৬
খ. ৬০
গ. ৬০০
ঘ. ৬০০০
১৫. সাত হাজার সাতশত সাতকে সংখ্যায় লিখলে নিচের কোনটি সঠিক?
ক. ৭,৭৭৭
খ. ৭,০৭৭
√গ. ৭,৭০৭
ঘ. ৭৭,০৭
১৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. দশ ভিত্তিক অঙ্ক পাতনের বা সংখ্যা প্রকাশের প্রণালিকে দশমিক বা দশগুণোত্তর প্রণালি বলা হয়
ii. পাটিগণিতে সকল অঙ্কের একটি স্বকীয় মান থাকে
iii. শূন্যকে অভাবজ্ঞাপক অঙ্ক বলা হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
√ঘ. i, ii এবং iii
১৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে অঙ্কপাতন বলে
ii. অঙ্কপাতনে দশটি প্রতীকই ব্যবহার করা হয়
iii. ৯ অপেক্ষা বড় সব সংখ্যাই দুই বা ততোধিক অঙ্ক পাশাপাশি বসিয়ে লেখা হয়
নিচের কোনটি সঠিক? (সহজ)
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
√ঘ. i, ii এবং iii
১৮. কোনো সংখ্যায় ব্যবহৃত—
i. অঙ্কগুলোর মান তার অবস্থানের ওপর নির্ভর করে
ii. অঙ্কগুলোর মান তার স্বকীয় মানের ওপর নির্ভর করে
iii. একই অঙ্কের স্থান পরিবর্তনের ফলে স্থানীয় মানের পরিবর্তন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
√খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii এবং iii
১৯. ৫৫৫ সংখ্যাটিতে—
i. ডানদিক থেকে এর ১ম স্থানের স্থানীয় মান ৫
ii. ডানদিক থেকে এর ২য় স্থানের স্বকীয় মান ৫
iii. শেষের ৫ এর স্থানীয় মান ৫০০০
নিচের কোনটি সঠিক?
√ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii এবং iii
২০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পাটিগণিতের দশটি প্রতীক বা অঙ্ক দ্বারা সব সংখ্যাই লেখা যায় না
ii. ১ এর প্রকৃত মান এক
iii. শূন্য এর প্রকৃত মান নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
√গ. ii ও iii
ঘ. i, ii এবং iii
নিচের তথ্যের আলোকে ২১ – ২৩ নং প্রশ্নের উত্তর দাও :
২, ০, ৩, ৪, ৬, ৯ কয়েকটি অঙ্ক
২১. । এখানে স্বাভাবিক সংখ্যা কয়টি?
ক. ৪টি
√খ. ৫টি
গ. ৬টি
ঘ. ৯টি
ব্যাখ্যা: এখানে শূন্য ব্যতীত বাকি সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা।
২২. অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যায় ৩ এর স্থানীয় মান কত?
ক. ৩০০০০
√খ. ৩০০০
গ. ৩০০
ঘ. ৩০
২৩. প্রথম তিনটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যার ২ এর স্থানীয় মান কত?
ক. ২
খ. ২০
√গ. ২০০
ঘ. ২০০০
২৩. এক অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি? (সহজ)
ক. ০
খ. ১
গ. ৫
√ঘ. ৯
২৪. চার বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কী ব্যবহার করা হয়?
ক. −
খ. +
√গ. ,
ঘ. :
২৫. “বিশ হাজার সত্তর” সংখ্যাটি কমা ব্যবহার করে অঙ্কে লিখলে কোনটি সঠিক হবে?
ক. ২,০৭০
√খ. ২০,০৭০
গ. ২,০০,৭০
ঘ. ২,০০,০৭০
২৬. তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
ক. ১০০০
খ. ৯৯৯
গ. ১০১
√ঘ. ৯৯
ব্যাখ্যা: তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১০০। আগের সংখ্যা (১০০ − ১) = ৯৯।
২৭. পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?
ক. ৯৯৯
খ. ৯৯৯৯
গ. ১০০০০
√ঘ. ৯৯৯৯৯
২৮. নিচের কোনটি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার পরের সংখ্যা?
ক. ১০০০০
খ. ৯৯৯৯৯
√গ. ১০০০০০
ঘ. ১০০০০১
ব্যাখ্যা: পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯৯৯৯৯। পরের সংখ্যা (৯৯৯৯৯ + ১) = ১০০০০০।
২৯. চার অঙ্কের বৃহত্তম সংখ্যাটির পরের সংখ্যাটি কত? (মধ্যম)
ক. ১০০০
খ. ১০০১
গ. ১০০
√ঘ. ১০০০০
৩০. বড় থেকে ছোট ক্রমে অঙ্কপাতন করলে কোন ধরনের সংখ্যা পাওয়া যায়? (সহজ)
√ক. বৃহত্তম
খ. ক্ষুদ্রতম
গ. ভগ্নাংশ সংখ্যা
ঘ. দশমিক সংখ্যা
৩১. অঙ্কপাতনের যেকোনো অবস্থানে ৯ এর স্থানীয় মান — (সহজ)
√ক. বৃহত্তম
খ. ক্ষুদ্রতম
গ. ঋণাত্মক
ঘ. মিশ্র ভগ্নাংশ
৩২. নিযুতের ঘরে ২ এবং লক্ষের ঘরে ৫ থাকলে কত পড়া হয়? (মধ্যম)
ক. পঁচিশ
খ. বায়ান্ন
√গ. পঁচিশ লক্ষ
ঘ. দুই লক্ষ
৩৩. দেশীয় সংখ্যাপঠন রীতিতে সংখ্যার ডানদিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে প্রকাশ করে— (মধ্যম)
ক. হাজার, অযুত ও লক্ষ
খ. লক্ষ, নিযুত ও কোটি
গ. শতক, হাজার, লক্ষ
√ঘ. একক, দশক ও শতক
৩৪. ২৩, ৩৮, ৯০ কে পড়া হয় যথাক্রমে —-
√ক. তেইশ, আটত্রিশ, নব্বই
খ. দুই, তিন, নয়
গ. তেইশ, আটত্রিশ, নয়
ঘ. বত্রিশ, তিরাশি, নয়
৩৫. ৮, ৩, ০, ৫, ৪ অঙ্কগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? (মধ্যম)
ক. ০৩৪৫৮
√খ. ৩০৪৫৮
গ. ৩৪৫০৮
ঘ. ৮৫৪৩০
৩৬. ৬, ৭, ২, ০, ৪, ৩ অঙ্কগুলো দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি? (মধ্যম)
ক. ২০৩৪৬৭
খ. ৭০৬৪৩২
গ. ৭৬৪৩০২
√ঘ. ৭৬৪৩২০
৩৭. নিচের কোনটি ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা? (মধ্যম)
ক. ৯৯৯৯৯৯
খ. ৯০০০০০
গ. ৬৬৬৬৬৬
√ঘ. ১০০০০০
৩৮. ৬, ৭, ২, ০, ৪ অঙ্কগুলো দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
ক. ৬৭২০৪
খ. ৭০৬২৪
গ. ৭০৬৪২
√ঘ. ৭৬৪২০
৩৯. পাঁচ অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার অযুতের ঘরে ৮ ও হাজারের ঘরে ৫ এবং অবশিষ্ট অঙ্কগুলো শূন্য (০) থাকলে সংখ্যাটি কীভাবে পড়তে হবে?
ক. আট লক্ষ পাঁচ হাজার
খ. পঁচাশি লক্ষ
√গ. পঁচাশি হাজার
ঘ. আট হাজার পাঁচশ
৪০. ২৭২৪৫৬২৮ কে কমা বসিয়ে লিখলে কোনটি হবে? (সহজ)
ক. ২৭২,৪৫,৬২,৮
খ. ২৭,২৪,৫৬,২৮
গ. ২,৭,২,৪,৫,৬,২,৮
√ঘ. ২,৭২,৪৫,৬২৮
৪১. ৩২৫৮৫২৩ কে কথায় লিখলে নিচের কোনটি হবে? (সহজ)
ক. তিন কোটি পঁচিশ হাজার তেইশ
√খ. বত্রিশ লক্ষ আটান্ন হাজার পাঁচশ তেইশ
গ. বত্রিশ লক্ষ পাঁচশ তেইশ
ঘ. তিন দুই পাঁচ আট দুই তিন
৪২. ৭৩৪৫৫ সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজিয়ে কথায় প্রকাশ করলে নিচের কোনটি সঠিক? (মধ্যম)
ক. পঞ্চান্ন হাজার তিনশ সাঁইত্রিশ
√খ. পঞ্চান্ন হাজার চারশ সাঁইত্রিশ
গ. পঞ্চান্ন হাজার তিনশ সাতচল্লিশ
ঘ. পঞ্চান্ন হাজার সাতশ তেতাল্লিশ
৪৩. “এগার কোটি তের লক্ষ পাঁচশ তিন” কে অঙ্কে লিখলে নিচের কোনটি হবে?
ক. ১১০১৩০০০৫০৩
খ. ১১০১৩০০৫০৩
√গ. ১১১৩০০৫০৩
ঘ. ১১০১৩০৫০৩
৪৪. আটানব্বই কোটি সাত লক্ষ পাঁচ হাজার নয়। নিচের কোনটি এর সঠিক সংখ্যারূপ?
√ক. ৯৮০৭০৫০০৯
খ. ৯০৮৭০৫০০৯
গ. ৯৮০৭৫০০০৯
ঘ. ৯৮৭৫০৯০
৪৫. ৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭ একই অঙ্কে মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?
ক. ৯৮,৭৫,৪৩০
খ. ৮৯,৭৫,৪৩০
গ. ৩৪,৫৭,৮৯০
√ঘ. ৩০,৪৫,৭৮৯
৪৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. চার বা ততোধিক অঙ্কে লিখিত সংখ্যা সহজে ও শুদ্ধভাবে পড়ার জন্য কমা (,) ব্যবহার করা হয়।
ii. দেশীয় সংখ্যাপঠন রীতিতে সংখ্যার ডানদিক থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান যথাক্রমে হাজার, অযুত ও লক্ষ।
iii. এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯।
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
√খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii এবং iii
৪৭. দেশীয় সংখ্যাপঠন রীতিতে—
i. অযুত ও হাজারের ঘর মিলিয়ে যত হাজার হয়, তত হাজার পড়া হয়
ii. নিযুত ও লক্ষের ঘর মিলিয়ে যত লক্ষ হয়, তত লক্ষ হিসেবে পড়া হয়
iii. হাজারের ঘরে সর্বোচ্চ দুই অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায়।
নিচের কোনটি সঠিক? (কঠিন)
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
√ঘ. i, ii এবং iii
৪৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা ৭০০০০০০
ii. শতকের ঘরের ১, ২, ৩ ইত্যাদি অঙ্কগুলোকে পড়া হয় যথাক্রমে একশ, দুইশ, তিনশ ইত্যাদি
iii. পাঁচ হাজার দুইশত বত্রিশ: ৫২৩২
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
√গ. ii ও iii
ঘ. i, ii এবং iii
নিচের তথ্যের আলোকে ৪৯ ও ৫০ নং প্রশ্নের উত্তর দাও :
৪, ০, ৫, ৩, ৯, ৮, ৭
৪৯. উদ্দীপকের অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নিচের কোনটি?
√ক. ৯৮,৭৫,৪৩০
খ. ৮৯,৭৫,৪৩০
গ. ৩৪,৫৭,৮৯০
ঘ. ৩০,৪৫,৭৮৯
৫০. উদ্দীপকের অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোনটি?
ক. ৯৮,৭৫,৪৩০
খ. ৯০,৮৭,৫৪৩
গ. ৩৪,৫৭,৮৯০
√ঘ. ৩০,৪৫,৭৮৯
নিচের তথ্যের আলোকে ৫১ – ৫৩ নং প্রশ্নের উত্তর দাও :
৬৭৫৮২৩ একটি সংখ্যা।
৫১. উপরে প্রদত্ত সংখ্যাটি কত অঙ্কের সংখ্যা? (সহজ)
ক. ৪
খ. ৫
√গ. ৬
ঘ. ৭
৫২. উপরে প্রদত্ত সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে নিচের কোনটি হবে? (কঠিন)
ক. সাতষট্টি লক্ষ পাঁচ হাজার আটশ তেইশ
খ. ছয় লক্ষ আটাত্তর হাজার তেইশ
√গ. ছয় লক্ষ পঁচাত্তর হাজার আটশ তেইশ
ঘ. পয়ষট্টি হাজার আটশ তেইশ
৫৩. উপরে প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীতক্রমে সাজালে সংখ্যাটি কত হবে? (সহজ)
ক. ৭৬৫৮২৩
খ. ৬৭৫৮৩২
গ. ৫৭৬৩২৮
√ঘ. ৩২৮৫৭৬
ব্যাখ্যা: ৬৭৫৮২৩ সংখ্যাটি বিপরীতক্রমে সাজালে হবে = ৩২৮৫৭৬।
৫৪. কোনো সংখ্যা শুদ্ধভাবে ও সহজে পড়ার জন্য যে রীতিতে ডানদিক থেকে তিন অঙ্ক পরপর কমা (,) বসানো হয়, তা কোন পদ্ধতি?
ক. দেশীয়পঠন রীতি
√খ. আন্তর্জাতিক গণনা পদ্ধতি
গ. ভগ্নাংশ রীতি
ঘ. যৌগিক রীতি
৫৫. আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে সংখ্যার ডানদিক থেকে কত অঙ্ক পরপর কমা (,) বসানো হয়? (সহজ)
ক. এক অঙ্ক পরপর
খ. দুই অঙ্ক পরপর
√গ. তিন অঙ্ক পরপর
ঘ. চার অঙ্ক পরপর
৫৬. ১ বিলিয়নে কত মিলিয়ন?
ক. ১০
খ. ১০০
√গ. ১০০০
ঘ. ১০০০০
৫৭. ২০৪,০০,০০,০০ সংখ্যাটি কথায় প্রকাশ করলে— (মধ্যম)
ক. দুইশ চার বিলিয়ন
খ. ২ বিলিয়ন ৪০ মিলিয়ন
√গ. ২০৪ মিলিয়ন
ঘ. বিশ হাজার মিলিয়ন
৫৮. সঠিক কোনটি?
√ক. ২০৪, ৩৪০, ৪৩২, ০০৪
খ. ২০, ৪৩, ৪০, ৪৩, ২০০৪
গ. ২০৪৩, ৪০৪, ৩২
ঘ. ২, ০৪৩৪০, ৪৩২, ০০৪
৫৯. আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে—
i. হাজারের ঘরে অনূর্ধ্ব তিন অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায়
ii. হাজারের ঘরের বাম দিকে মিলিয়নের ঘর বিদ্যমান থাকে
iii. বিলিয়নের ঘরে অনূর্ধ্ব তিন অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায়
নিচের কোনটি সঠিক? (মধ্যম)
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
√ঘ. i, ii এবং iii
৬০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. মিলিয়নের ঘরে অনূর্ধ্ব তিন অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায়
ii. বিলিয়নের ঘরের বামের ঘর মিলিয়নের
iii. মিলিয়নের ঘরের বামের ঘর বিলিয়নের
নিচের কোনটি সঠিক? (মধ্যম)
ক. i ও ii
√খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii এবং iii
হাজার | শতক | দশক | একক |
১১১ | ০ | ০ | ০ |
৬১. ছকে লিখিত সংখ্যাটি আন্তর্জাতিক পদ্ধতিতে পড়লে কী হবে? (মধ্যম)
√ক. একশ এগারো হাজার
খ. এক মিলিয়ন এগারো হাজার
গ. এগারো শ এগারো হাজার
ঘ. এগারো মিলিয়ন এগারো হাজার
৬২. উপরে উল্লিখিত পদ্ধতিতে শতকের ঘরে সর্বোচ্চ কত অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায়? (সহজ)
√ক. এক
খ. দুই
গ. তিন
ঘ. চার
নিচের তথ্যের আলোকে ৬৩ – ৬৫ নং প্রশ্নের উত্তর দাও :
১,০০,০০০; ২২২,০০০,০০০,০০০
৬৩. কমা ব্যবহার করে প্রথম সংখ্যাটির আন্তর্জাতিক গণনার সঠিক রূপ কোনটি? (সহজ)
ক. ১,০০০০০
খ. ১০,০০০০
√গ. ১০০,০০০
ঘ. ১,০০,০০০
৬৪. দেশীয় পদ্ধতিতে প্রথম সংখ্যাটির লিখিত রূপ কোনটি? (সহজ)
ক. একশত হাজার
√খ. এক লক্ষ
গ. দশ লক্ষ
ঘ. ১ কোটি
৬৫. দ্বিতীয় সংখ্যাটি কথায় প্রকাশ করলে হবে? (সহজ)
ক. ২০৮ মিলিয়ন
খ. বিশ হাজার মিলিয়ন
গ. ২ বিলিয়ন চল্লিশ মিলিয়ন
√ঘ. দুইশ বাইশ বিলিয়ন
৬৬. আন্তর্জাতিক গণনা রীতিতে মিলিয়নের ঘরে সর্বডানের ১ এর স্থানীয় মান কত? (মধ্যম)
ক. ১ দশক
খ. ১ শতক
√গ. ১ মিলিয়ন
ঘ. ১ বিলিয়ন
৬৭. ১৫ মিলিয়নে ৫ এর স্থানীয় মান দেশীয় রীতিতে কত লক্ষ?
ক. ২
খ. ১৫
√গ. ৫০
ঘ. ৫০০
৬৮. ৮০০ কোটিতে কত বিলিয়ন?
ক. ১ বিলিয়ন
√খ. ৮ বিলিয়ন
গ. ৮০ বিলিয়ন
ঘ. ৮০০ বিলিয়ন
৬৯. এক মিলিয়নে কত লক্ষ?
ক. ৫
√খ. ১০
গ. ৫০
ঘ. ১০০
৭০. ১১ মিলিয়নে সর্বডানে অবস্থিত ১ এর স্থানীয় মান দেশীয় রীতিতে কত লক্ষ?
√ক. ১০
খ. ২
গ. ১০০
ঘ. ১০০০
৭১. এক বিলিয়নে কত কোটি?
√ক. ১০০
খ. ৫০
গ. ১০
ঘ. ৫
৭২. ৫ মিলিয়নে কত লক্ষ?
ক. ৫
খ. ১০
গ. ২০
√ঘ. ৫০
৭৩. ৫০০ কোটিতে কত বিলিয়ন?
ক. ৫০
খ. ৪০
গ. ২০
√ঘ. ৫
৭৪. ১ / ২ বিলিয়ন = কত লক্ষ?
ক. ১০০
খ. ২০০০
গ. ৪,০০০
√ঘ. ৫,০০০
৭৫. ২০০০ কোটিতে কত বিলিয়ন?
ক. ১০
√খ. ২০
গ. ১০০
ঘ. ২০০
৭৬. আন্তর্জাতিক রীতিতে—
i. ১ মিলিয়ন = ১০ লক্ষ
ii. ৫০ মিলিয়ন = ৫০০ লক্ষ
iii. হাজারের ঘরে অনূর্ধ্ব ৩ অঙ্কবিশিষ্ট সংখ্যা লেখা যায়
নিচের কোনটি সঠিক? (সহজ)
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
√ঘ. i, ii এবং iii
৭৭. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. বিলিয়নের ঘরের সর্বডানে যে সংখ্যা থাকবে তার স্থানীয় মান তত বিলিয়ন
ii. ১ বিলিয়ন = ১০০ কোটি
iii. ৬০০ লক্ষ = ৬০ মিলিয়ন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
√ঘ. i, ii এবং iii
নিচের তথ্যের আলোকে ৭৯ – ৮১ নং প্রশ্নের উত্তর দাও : ৫০০০০০০, ১০০ কোটি ও ১০ লক্ষ।
৭৮. কমা ব্যবহার করে তৃতীয় সংখ্যাটির আন্তর্জাতিক সঠিক রূপ কোনটি? (মধ্যম)
ক. ১০,০০০,০০
√খ. ১,০০০,০০০
গ. ১০০০,০০০
ঘ. ১০,০০,০০,০
৭৯. প্রথম সংখ্যাটি কত মিলিয়নের সমান? (মধ্যম)
√ক. ৫
খ. ৫০
গ. ৫০০
ঘ. ৫০০০
৮০. দ্বিতীয় সংখ্যাটি কত বিলিয়নের সমান? (মধ্যম)
ক. ১০০
খ. ২০
গ. ১০
√ঘ. ১