Class 7 Math Ex-9.1 Solution | ৭ম শ্রেণি গণিত অনু – ৯.১ সমাধান – এই অনুশীলনীর প্রতিটি প্রশ্নের ধাপে ধাপে সহজ ব্যাখ্যাসহ সমাধান এখানে দেওয়া হয়েছে। গাণিতিক যুক্তি, সূত্র ও উদাহরণ ব্যবহার করে সাজানো এই সমাধানগুলো পরীক্ষার প্রস্তুতিকে করবে আরও শক্তিশালী। এখনই দেখে নাও সম্পূর্ণ ও নির্ভুল সমাধান!

Class 7 Math Ex-9.1 Solution | ৭ম শ্রেণি গণিত অনু – ৯.১ সমাধান

 

. ABD, CBD এবং ADB এর মান নির্ণয় কর

Class 7 math ex-9.1 solution

 

সমাধানঃ

চিত্রে, △ABC এর
∠ABC=900, ∠BAC=480
∴BD⊥AC.

∴∠ADB=900 এবং ∠ABD=900-480=420
আবার, ∠CBD=∠ABC-∠ADB=900-420=480

 

 

. একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দুতে অবস্থিত কোণটির মান 500 অবশিষ্ট কোণ দুইটির মান নির্ণয় কর

সমাধানঃ

ABC সমদ্বিবাহু ত্রিভুজের A শীর্ষ বিন্দু। ∠A=500
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি=1800
এখানে, ∠A+∠B+∠C=1800
বা, 500+∠B+∠C=1800
বা, ∠B+∠C=1800-500=1300
আবার, △ABC এর  AB=AC

সুতরাং, ∠B=∠C
এখন, ∠B+∠C=1300
বা, ∠B+∠B=1300
বা, 2∠B=1300
বা,  ∠B=1300/2=650
∴△ABC ∠B=∠C=650

 

 

. প্রমান কর যে, চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণের সমান

সমাধানঃ

বিশেষ নির্বাচণঃ

মনে করি, ABCD একটি চতুর্ভুজ। প্রমান করতে হবে যে, এর চারটি কোণের সমষ্টি চার সমকোন অর্থাৎ ∠A+∠B+∠C+∠D=চার সমকোণ।

অঙ্কনঃ A, C যোগ করি।

প্রমাণঃ

△ABC এ ∠B+∠BAC+∠BCA= 2 সমকোণ…………….(১)
△ACD এ ∠D+∠DAC+∠DCA= 2 সমকোণ……………(২)
(১)+(২) করে পাই,
∠∠B+∠BAC+∠BCA +∠D+∠DAC+∠DCA = 4 সমকোণ
বা, ∠DAC+∠BAC+∠B+∠BCA+∠DCA+∠D= 4 সমকোণ
বা, ∠A+∠B+∠C+∠D= 4 সমকোণ (প্রমাণিত)

 

 

. দুইটি রেখা PQ এবং RS পরস্পর O বিন্দুতে ছেদ করে PQ এবং RS এর উপর যথাক্রমে L M এবং E F চারটি বিন্দু, যেন, LMRS, EFPQ.  প্রমান কর যে, MLO=FEO.

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করি, PQ এবং RS রেখাংশ দুইটি পরস্পর O বিন্দুতে ছেদ করেছে। LM⊥RS এবং EF⊥PQ. প্রমান করতে হবে যে,  ∠MLO=∠FEO

প্রমাণঃ

LM ও EF  লম্ব হওয়ায় LMO ও EFO দুইটি সমকোণী ত্রিভুজ।

∠LMO=∠EFO= 1 সমকোণ।

সুতরাং, ∠MOL+∠MLO=1 সমকোণ।

এবং ∠FEO+∠EOF = 1 সমকোণ।

∴∠MLO+∠MOL=∠FEO+∠EOF

কিন্তু, ∠MLO=∠FEO [বিপ্রতীপ কোণ]

∴∠MLO=∠ FEO (প্রমাণিত)।

 

 

. ABC এর ACBC: E,AC এর বর্ধিতাংশের উপর যেকোনো বিন্দু এবং EDAB. ED এবং BC পরস্পরকে O বিন্দুতে ছেদ করে প্রমান কর যে, CEO=DBO.

সমাধানঃ

বিশেষ নির্বাচনঃ

মনে করি, AC⊥BC; E, AC এর বর্ধিতাংশের উপর যেকোনো বিন্দু এবং ED⊥AB.  ED এবং BC পরস্পরকে O বিন্দুতে ছেদ করে।

প্রমান করতে হবে যে, ∠CEO=∠DBO

প্রমাণঃ

AC ও DE লম্ব হওয়ায়

CEO ও BDO দুইটি সমকোণী ত্রিভুজ।

সুতরাং ∠CEO+∠COE= 1 সমকোণ।

এবং, ∠DBO+∠DOB= 1 সমকোণ।

∴∠CEO+∠COE=∠DBO+∠DOB

কিন্তু ∠COE=∠DOB [বিপ্রতীপ কোণ]

∴∠CEO=∠DBO (প্রমাণিত)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top