Class 7 math ex-5.4 solution | ৭ম শ্রেণি গণিত অনু ৫.৪ সমাধান । এখানে দেওয়া হয়েছে সহজ ভাষায় ও ধাপে ধাপে ব্যাখ্যার মাধ্যমে। ছাত্রছাত্রীরা এই অংশ থেকে ভগ্নাংশের গুণ ও ভাগ সম্পর্কে পরিষ্কার ধারণা পাবে। পরীক্ষার প্রস্তুতির জন্য এটি অত্যন্ত সহায়ক।

গসাগু ও লসাগু

 

. a-5 এর বর্গ কোনটি?

(ক) a2+10a+25 

(খ) a2-10a+25 

(গ) a2+5a+25 

(ঘ) a2-5a+25
উত্তরঃ খ

 

. (x+y)2+2(x+y)(x-y)+(x-y)2 এর মান কোনটি?

(ক) 8x2  

(খ) 8y2   

(গ) 4x2  

(ঘ) 4y2
উত্তরঃ গ

 

. a+b=4 এবং a-b=2 হলে, ab এর মান কত?

(ক) 3  

(খ) 8  

(গ) 12  

(ঘ) 16
উত্তরঃ ক

 

. একটি রাশি অপর একটি রাশি দ্বারা নিঃশেষে বিভাজ্য হলে, ভাজ্যকে ভাজকের কী বলে?

(ক) ভাগফল  

(খ) ভাগশেষ   

(গ) গুণিতক   

(ঘ) গুণনীয়ক
উত্তরঃ গ

 

. a, a2, a(a+b) এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কোনটি?

(ক) a  

(খ) a2   

(গ) a(a+b)   

(ঘ) a2(a+b)
উত্তরঃ ঘ

 

. 2a 3b এর গসাগু কত?

(ক) 1   

(খ) 6   

(গ) a   

(ঘ) b
উত্তরঃ ক

 

a, b বাস্তব সংখ্যা হলে

 

. (i). (a+b)2=a2+2ab+b2

     (ii). 4ab=(a+b)2+(a-b)2

     (iii). a2-b2=(a+b)(a-b)

 

কোনটি সঠিক?

(ক) i ও ii   

(খ) i ও iii

(গ) ii ও iii  

(ঘ) i, ii ও iii
উত্তরঃ খ

 

(x3y-xy3) (x-y)(x+2y) দুইটি বীজগণিতীয় রাশি

উপরের তথ্যের আলোকে ১০ নং প্রশ্নের উত্তর দাও।

 

. প্রথম রাশির উৎপাদকে বিশ্লেষীত রূপ নিচের কোনটি?

(ক) (x+y)(x-y)   

(খ) x(x+y)(x-y)
(গ) y(x+y)(x-y)
(ঘ) xy(x+y)(x-y)
উত্তরঃ ঘ

 

. বীজগণিতীয় রাশি দুইটির গসাগু নিচের কোনটি?

(ক) (x+y)
(খ) (x-y)
(গ) y(x+y)
(ঘ) x(x-y)
উত্তরঃ খ

 

১০. বীজগণিতীয় রাশি দুইটিরর লসাগু নিচের কোনটি?

(ক) x(x+y)(x-y)
(খ) y(x+y)(x-y)
(গ) xy(x2-y2)(x+2y)
(ঘ) xy(x+y)(x+2y)
উত্তরঃ গ

 

১১. 9x2-25y2 এবং 15ax-25ay এর লসাগু কত?

(ক) (3x+5y)  

(খ) (3x-5y)
(গ) (9x2-25y2)  

(ঘ) 5a(9x2-25y2)
উত্তরঃ ঘ

Class 7 math ex-5.4 solution

১২. x3y5 a2-b2 এর গসাগু কত?

(ক) x3y5  

(খ) x2a2
(গ) xy4    

(ঘ) 1
উত্তরঃ ঘ

 

১৩. x – \frac1x =0 হলে,

  (i). x=1

  (ii). x=-1

  (iii). x= ±1

 

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii   

(খ) i ও iii

(গ) ii ও iii  

(ঘ) i, ii ও iii
উত্তরঃ ঘ

 

১৪. a+\frac1a =4 হলে a2-4a+1 এর মান কত?

(ক) 4  

(খ) 3   

(গ) 2   

(ঘ) 0
উত্তরঃ ঘ

 

১৫. a+5 এর বর্গ কোনটি?

(ক) a2+10a+5   

(খ) a2-10a+25
(গ) a2+5a+25    

(ঘ) a2+10a-25
উত্তরঃ খ

 

১৬. a+b=8, a-b=4 হলে ab= কত?

(ক) 8   

(খ) 10   

(গ) 12   

(ঘ) 18
উত্তরঃ গ

 

গসাগু নির্ণয় কর (১৭-২৬):

 

১৭. 3a2b2c2, 6ab2c2

সমাধানঃ

১ম রাশি=3a2b2c2=3✕a✕a✕a✕b✕b✕c
২য় রাশি=6ab2c2=2✕3✕a✕b✕b✕c✕c
এখানে, সাধারণ গুণনীয়কগুলো হলোঃ  3,a,b,b,c
∴নির্ণেয় গসাগু=3✕a✕b✕b✕c=3ab2c

 

১৮. 5ab2x2, 10a2by2

সমাধানঃ

১ম রাশি=5ab2x2=5✕a✕b✕b✕x✕x
২য় রাশি=10a2by2=2✕5✕a✕a✕b✕y✕y
এখানে, সাধারণ গুণনীয়কগুলো হলোঃ  5,a,b
∴নির্ণেয় গসাগু=5✕a✕b=5ab

 

১৯. 3a2x2, 6axy2, 9ay2

সমাধানঃ

১ম রাশি=3a2x2=3✕a✕a✕x✕x
২য় রাশি=6axy2=2✕3✕a✕x✕y✕y
৩য় রাশি=9ay2=3✕3✕a✕y✕y
এখানে, সাধারণ গুণনীয়কগুলো হলোঃ 3,a
∴নির্ণেয় গসাগু=3✕a=3a

 

২০. 16a3x4y, 40a2y2x, 28ax3

সমাধানঃ

১ম রাশি=16a3x4y =2✕2✕2✕2✕a✕a✕a✕x✕x✕x✕x✕y
২য় রাশি=40a2y2x =2✕2✕2✕5✕a✕a✕y✕y✕x
৩য় রাশি=28ax3=2✕2✕7✕a✕x✕x✕x
এখানে, সাধারণ গুণনীয়কগুলো হলোঃ 2,2,a,x
∴নির্ণেয় গসাগু=2✕2✕a✕x=4ax

 

২১. a2+ab, a2-b2

সমাধানঃ

১ম রাশি= a2+ab=a(a+b)
২য় রাশি= a2-b2=(a-b)(a+b)
এখানে, সাধারণ মৌলিক উৎপাদক হলোঃ (a+b)
∴নির্ণেয় গসাগু=(a+b)

 

২২. x3y-xy3, (x-y)2

সমাধানঃ

১ম রাশি=x3y-xy3=xy(x2-y2)=xy(x+y)(x-y)
২য় রাশি=(x-y)2=(x-y)(x-y)
এখানে, সাধারণ মৌলিক উৎপাদক হলোঃ (x-y)
∴নির্ণেয় গসাগু= x-y

 

২৩. x2+7x+12, x2+9x+20

সমাধানঃ

১ম রাশি

= x2+7x+12
=x2+3x+4x+12
=x(x+3)+4(x+3)
=(x+3)(x+4)

২য় রাশি

= x2+9x+20
=x2+4x+5x+20
=x(x+4)+5(x+4)
=(x+5)(x+4)

এখানে, সাধারণ মৌলিক উৎপাদক হলোঃ (x+4)

∴নির্ণেয় গসাগু= (x+4)

Class 7 math ex-5.4 solution

২৪. a3-ab2, a4+2a3b+a2b2

সমাধানঃ

১ম রাশি

= a3-ab2
=a(a2-b2)

=a(a+b)(a-b)

২য় রাশি

= a4+2a3b+a2b2
=a2(a2+2ab+b2)

=a2(a+b)2
=a✕a(a+b)(a+b)

এখানে, সাধারণ মৌলিক উৎপাদক হলোঃ a(a+b)

∴নির্ণেয় গসাগু=a(a+b)

 

২৫. a2-16, 3a+12, a2+5a+4

সমাধানঃ

১ম রাশি

= a2-16
=a2-42
=(a-4)(a+4)

২য় রাশি

=3a+12
=3(a+4)

৩য় রাশি

= a2+5a+4
=a2+a+4a+4
=a(a+1)+4(a+1)
=(a+1)(a+4)

 

এখানে, সাধারণ মৌলিক উৎপাদক হলোঃ (a+4)

∴নির্ণেয় গসাগু=(a+4)

 

২৬. xy-y, x3y-xy, x2-2x+1

সমাধানঃ

১ম রাশি= xy-y=y(x-1)

২য় রাশি

= x3y-xy
=xy(x2-1)
=xy(x+1)(x-1)

৩য় রাশি

= x2-2x+1
= x2-2✕x✕1+12
=(x-1)2
=(x-1)(x-1)

এখানে, সাধারণ মৌলিক উৎপাদক হলোঃ (x-1)

∴নির্ণেয় গসাগু=(x-1)

 

লসাগু নির্ণয় কর (২৭-৩৬):

 

২৭. 6a3b2c, 9a4bd2

সমাধানঃ

রাশিগুলোর সাংখ্যিক সহগ 6 ও 9 এর লসাগু 18
প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত a, b, c, d উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে a4, b2, c, d2
∴নির্ণেয় লসাগু=18 a4b2cd2

 

২৮. 5x2y2, 10xz3, 15y3z4

সমাধানঃ

রাশিগুলোর সাংখ্যিক সহগ 5, 10 ও 15 এর লসাগু 30
প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত x,y,z উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে x2, y3, z4
∴নির্ণেয় লসাগু=30 x2y3z4

 

২৯. 2p2xy2, 3pq2, 6pqx2

সমাধানঃ

রাশিগুলোর সাংখ্যিক সহগ 2, 3 ও 6 এর লসাগু 6
প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত p, q, x, y উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে p2, q2, x2, y2
∴নির্ণেয় লসাগু=6 p2q2 x2 y2

 

৩০. (b2-c2), (b+c)2

সমাধানঃ

১ম রাশি=(b2-c2)=(b+c)(b-c)
২য় রাশি=(b+c)2=(b+c)
এখানে, (b+c) রাশির সর্বোচ্চ ঘাত (b+c)2
∴নির্ণেয় লসাগু=(b-c)(b+c)2

Class 7 math ex-5.4 solution

৩১. x2+2x, x2+3x+2

সমাধানঃ

১ম রাশি= x2+2x=x(x+2)
২য় রাশি
= x2+3x+2
= x2+x+2x+2
=x(x+1)+2(x+1)
=(x+1)(x+2)
প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে x, (x+2), (x+1)
∴নির্ণেয় লসাগু= x(x+2)(x+1)=x(x2+3x+2)

 

৩২. 9x2-25y2, 15ax-25ay

সমাধানঃ

১ম রাশি

=9x2-25y2
=(3x)2-(5y)2
=(3x+5y)(3x-5y)

২য় রাশি

=15ax-25ay
=5a(3x-5y)

∴নির্ণেয় লসাগু=5a(3x-5y)(3x+5y)=5a(9x2-25y2)

 

৩৩. x2-3x-10, x2-10x+25

সমাধানঃ

১ম রাশি

= x2-3x-10
= x2-5x+2x-10
=x(x-5)+2(x-5)
=(x+20(x-5)

২য় রাশি

= x2-10x+25
= x2-2✕x✕5+52
=(x-5)2

এখানে, (x-5) রাশির সর্বোচ্চ ঘাত (x-5)2

∴নির্ণেয় লসাগু=(x-2)(x-5)2

 

৩৪. a2-7a+12, a2+a-20, a2+2a-15

সমাধানঃ

১ম রাশি

= a2-7a+12
= a2-3a-4a+12
=a(a-3)-4(a-3)
=(a-4)(a-3)

২য় রাশি

=a2+a-20
= a2+5a-4a-20
=a(a+5)-4(a+5)
=(a+5)(a-4)

৩য় রাশি

= a2+2a-15
= a2+5a-3a-15
=a(a+5)-3(a+5)
=(a+5)(a-3)

প্রদত্ত রাশিগুলোর অন্তর্ভুক্ত উৎপাদকগুলোর সর্বোচ্চ ঘাত যথাক্রমে (a+5), (a-3), (a-2)

∴নির্ণেয় লসাগু=(a+5)(a-3)(a-2)

 

৩৫. x2-8x+15, x2-25, x2+2x-15

সমাধানঃ

১ম রাশি

= x2-8x+15
= x2-3x-5x+15
=x(x-3)-5(x-3)
=(x-5)(x-3)

২য় রাশি

= x2-25
= x2-52
=(x-5)(x+5)

৩য় রাশি

= x2+2x-15
= x2+5x-3x-15
=x(x+5)-3(x+5)
=(x-3)(x+5)

∴নির্ণেয় লসাগু=(x-3)(x-5)(x+5)=(x-3)(x2-25)

 

৩৬. x+5, x2+5x, x2+7x+10

সমাধানঃ

১ম রাশি=x+5
২য় রাশি= x2+5x=x(x+5)
৩য় রাশি= x2+7x+10= x2+2x+5x+10=x(x+2)+5(x+2)=(x+5)(x+2)
∴নির্ণেয় লসাগু=x(x+2)(x+5)

 

৩৭. a=2x-3 এবং b=2x+5

() a+b এর মান নির্ণয় কর।
(
) সূত্রের সাহায্যে a2 এর মান নির্ণয় কর।
(
) সূত্রের সাহায্যে a b এর গূনফল নির্ণয় কর। x=2 হলে ab=কত?

সমাধানঃ

(ক)

a+b=(2x-3)+(2x+5)=2x-3+2x+5=4x+2

(খ)

a2=(2x-3)2=(2x)2-2✕2x✕3+(3)2=4x2-12x+9

(গ)

ab
=(2x-3)(2x+5)
=(2x-3)✕2x+(2x-3)✕5
=4x2-6x+10x-15
=4x2+4x-15
x=2 হলে,
4x2+4x-15=4✕22+4✕2-15=16+8-15=9
∴ab=9

 

৩৮. x4-625 এবং x2+3x-10  দুইটি বীজগণিতীয় রাশি

() দ্বিতীয় রাশিকে উৎপাদকে বিশ্লেষন কর।
(
) রাশি দুইটির গসাগু নির্ণয় কর।
(
) রাশি দুইটির লসাগু নির্ণয় কর।

সমাধানঃ

(ক)

x2+3x-10
= x2+5x-2x-10  
=x(x+5)-2(x+5)
=(x-2)(x+5)

(খ)

১ম রাশি

x4-625
=(x2)2-(25)2
=(x2-25)(x2+25)

=(x2-52) (x2+25)
=(x-5)(x+5)( (x2+25)

২য় রাশি

=x2+3x-10
= x2+5x-2x-10  
=x(x+5)-2(x+5)
=(x-2)(x+5)
∴রাশি দুইটির গসাগু=(x+5)

(গ)

১ম রাশি

x4-625
=(x2)2-(25)2
=(x2-25)(x2+25)

=(x2-52) (x2+25)
=(x-5)(x+5)(x2+25)

২য় রাশি

=x2+3x-10
= x2+5x-2x-10  
=x(x+5)-2(x+5)
=(x-2)(x+5)

∴রাশি দুইটির লসাগু=(x-5)(x+5)( x2+25)(x-2)=(x-2)( x4-625)

 

৩৯. x2-3x-10, x3+6x+8x এবং x4-5x3-14x2 তিনটি বীজগণিতীয় রাশি

) (3x-2y+z) এর বর্গ নির্নয় কর।
) ১ম ২য় রাশির গসাগু নির্ণয় কর।
) রাশি তিনটির লসাগু নির্ণয় কর।

সমাধানঃ

(ক)

(3x-2y+z) এর বর্গ
=(3x-2y+z)2
=(3x-2y)2+2✕(3x-2y)✕z+z2
=(3x)2-2✕3x✕2y+(2y)2+2✕3x✕z-2✕2y✕z+z2
=9x2-12xy+4y2+6xz-4yz+z2

(খ)

১ম রাশি

= x2-3x-10
= x2-5x+2x-10
=x(x-5)+2(x-5)
=(x+2)(x-5)

২য় রাশি

=x3+6x+8x
= x3+4x+2x+8x
=x(x+4)+2(x+4)
=(x+2)(x+4)
১ম ও ২য় রাশির গসাগু=x+2

(গ)

১ম রাশি

= x2-3x-10
= x2-5x+2x-10
=x(x-5)+2(x-5)
=(x+2)(x-5)

২য় রাশি

=x3+6x+8x
= x3+4x+2x+8x
=x(x+4)+2(x+4)
=(x+2)(x+4)

৩য় রাশি

= x4-5x3-14x2
= x4-7x3+2x3-14x2
=x3(x-7)+2x2(x-7)

=(x3+2x2)(x-7)
=x2(x+2)(x-7)

∴লসাগু=(x+2)(x-5)(x+4)(x-7)x2

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top