Important rules of mathematics || গণিতের গুরুত্বপূর্ণ সুত্র সমূহ

দৈর্ঘ্য

1 ফুট = 12 ইঞ্চি

1 গজ = 3 ফুট

1 মাইল = ১৭৬০ গজ

1 মাইল ≈ 1.61 কিলোমিটার

1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার

1 ফুট = 0.3048 মিটার

1 মিটার = 1,000 মিলিমিটার

1 মিটার = 100 সেন্টিমিটার

1 কিলোমিটার = 1,000 মিটার

1 কিলোমিটার ≈ 0.62 মাইল

1 মিটার = 3.28 ফুট

1 মিটার = 39.37 ইঞ্চি

1 কিউবিট = 18 ইঞ্চি

1 কিউবিট = 1.5 ফুট

1 পাম = 4 ইঞ্চি

ক্ষেত্রঃ

1 বর্গ ফুট = 144 বর্গ ইঞ্চি

1 বর্গ গজ = 9 বর্গ ফুট

1 একর = 43560 বর্গ ফুট

আয়তনঃ

1 লিটার ≈ 0.264 গ্যালন

1 ঘন ফুট = 1.728 ঘন ইঞ্চি

1 ঘন গজ = 27 ঘন ফুট

ওজনঃ

1 আউন্স ≈ 28.350 গ্রাম

1 এক গ্রামের এক সহস্রাংশ = 0.001

গ্রাম

1 কিলোগ্রাম = 1,000 গ্রাম

1 কিলোগ্রাম ≈ 2.2 পাউন্ড

1 টন = 2,200 পাউন্ডের

===========================

যারা মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন হিসাব জানেন না

১ মিলিয়ন=১০ লক্ষ

১০ মিলিয়ন=১ কোটি

১০০ মিলিয়ন=১০ কোটি

১,০০০ মিলিয়ন=১০০ কোটি

আবার,

১,০০০ মিলিয়ন = ১ বিলিয়ন

১ বিলিয়ন = ১০০ কোটি

১০ বিলিয়ন = ১,০০০ কোটি

১০০ বিলিয়ন = ১০,০০০ কোটি

১,০০০ বিলিয়ন = ১ লক্ষ কোটি

আবার,

১,০০০ বিলিয়ন = ১ ট্রিলিয়ন

১ ট্রিলিয়ন = ১ লক্ষ কোটি

১০ ট্রিলিয়ন = ১০ লক্ষ কোটি

১০০ ট্রিলিয়ন = ১০০ লক্ষ কোটি

১,০০০ ট্রিলিয়ন=১,০০০ লক্ষ কোটি।

===========================

১ কুড়ি = ২০টি

১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা

১ ভরি = ১৬ আনা ;

১ আনা = ৬ রতি

১ গজ = ৩ ফুট = ২ হাত

১ কেজি = ১০০০ গ্রাম

১ কুইন্টাল = ১০০ কেজি

১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি ১ লিটার = ১০০০ সিসি

১ মণ = ৪০ সের

১ বিঘা = ২০ কাঠা ( ৩৩ শতাংশ) ;

১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ) 1 মিলিয়ন = 10 লক্ষ

1 মাইল = 1.61 কি.মি ;%Focuse keyword%

1 কি.মি. = 0..62

1 ইঞ্চি = 2.54 সে..মি ;

1 মিটার = 39.37 ইঞ্চি

1 কে.জি = 2.20 পাউন্ড ;

1 সের = 0.93 কিলোগ্রাম

1 মে. টন = 1000 কিলোগ্রাম ;

1 পাউন্ড = 16 আউন্স

1 গজ= 3 ফুট ;

1 একর = 100 শতক

1 বর্গ কি.মি.= 247 একর

==================

সুত্র-১: সমান্তর ধারার ক্রমিক সংখ্যার যোগফল- (যখন সংখ্যাটি 1 থেকে শুরু)

1+2+3+4+……+n হলে, এরূপ ধারার সমষ্টি = \frac{n(n + 1)}{2}

n = শেষ সংখ্যা বা পদ সংখ্যা

s = যোগফল

প্রশ্নঃ 1+2+3+4+…………+100 =?

সমাধানঃ \frac{n(n + 1)}{2}

          = \frac{100(100 + 1)}{2}

          = 5050

সুত্রঃ2 : সমান্তর ধারার বর্গ যোগ পদ্ধতির ক্ষেত্রে,-

প্রথম n পদের বর্গের সমষ্টি

S = \frac{ n(n+1)(2n+1)}{6} (যখন 1² + 2²+ 3² + 4²…….. +n²)

প্রশ্নঃ(1² + 3²+ 5² + ……. +31²) সমান কত?

সমাধানঃ \frac{ n(n+1)(2n+1)}{6}

= \frac{31(31+1)(2.31+1)}{6} (এখানে n=শেষ সংখ্যা,31)

= 10090.5

সুত্র – 3: সমান্তর ধারার ঘনযোগ পদ্ধতির ক্ষেত্রে – প্রথম n পদের ঘনের সমষ্টি

S = {\frac{ n(n+1)}{6}}^2 (যখন 1³+2³+3³+………….+n³)

প্রশ্নঃ1³+2³+3³+4³+…………+10³=?

সমাধানঃ {\frac{ n(n+1)}{6}}^2

= {\frac{ 10(10+1)}{6}}^2

= 3025(উঃ)

সুত্রঃ4)পদ সংখ্যা ও পদ সংখ্যার সমষ্টি নির্নয়ের ক্ষেত্রেঃ

পদ সংখ্যা N = \frac{ শেষ পদ – প্রথম পদ}{ প্রতি পদে বৃদ্ধি} + 1

প্রশ্নঃ 5+10+15+…………+50=?

সমাধানঃ পদসংখ্যা = \frac{ 50 – 5}{5} + 1

                             = 9 + 1= 10

সুতরাং পদ সংখ্যার সমষ্টি = \frac{(5 + 50) × 10}{2}

     = 275(উঃ)

প্রশ্নঃ ১ কিমি সমান কত মাইল ?

উত্তরঃ ০.৬২ মাইল।

প্রশ্নঃ ১ নেটিক্যাল মাইলে কত মিটার ?

উত্তরঃ ১৮৫৩.২৮ মিটার।

প্রশ্নঃ সমুদ্রের পানির গভীরতা মাপার একক ?

উত্তরঃ ফ্যাদম।

প্রশ্নঃ ১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?

উত্তরঃ  \frac{1}{8}অংশ।    [১মাইল =১৭৬০ গজ।]

প্রশ্নঃ এক বর্গ কিলোমিটার কত একর?

উত্তরঃ ২৪৭ একর।

প্রশ্নঃ একটি জমির পরিমান ৫ কাঠা হলে,

তা কত বর্গফুট হবে?

উত্তরঃ ৩৬০০ বর্গফুট।

প্রশ্নঃ এক বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার?

উত্তরঃ ৬.৪৫ সেন্টিমিটার।

প্রশ্নঃ ১ ঘন মিটার = কত লিটার?

উত্তরঃ ১০০০ লিটার।

প্রশ্নঃ এক গ্যালনে কয় লিটার?

উত্তরঃ ৪.৫৫ লিটার।

প্রশ্নঃ ১ সের সমান কত কেজি?

উত্তরঃ ০.৯৩ কেজি।

প্রশ্নঃ ১ মণে কত কেজি?

উত্তরঃ ৩৭.৩২ কেজি।

প্রশ্নঃ ১ টনে কত কেজি?

উত্তরঃ ১০০০ কেজি।

প্রশ্নঃ ১ কেজিতে কত পাউন্ড??

উত্তরঃ ২.২০৪ পাউন্ড।

প্রশ্নঃ ১ কুইন্টালে কত কেজি?

উত্তরঃ ১০০কেজি।

 

British & U.S British U.S

1 gallons = 4.5434 litres = 4.404

litres

2 gallons = 1 peck = 9.8070 litres

= 8.810 litres

ক্যারেট কি?

উত্তরঃ মূল্যবান পাথর ও ধাতুসামগ্রী পরিমাপের একক ক্যারেট ।

1 ক্যারেট = 2 গ্রাম

বেল কি?

উত্তরঃ পাট বা তুলা পরিমাপের সময় ‘বেল’

একক হিসাবে ব্যবহৃত হয় ।

1 বেল = 3.5 মণ (প্রায়) ।

জ্যামিতির সূত্রাবলিঃ-

সূক্ষ্ণকোণ : এক সমকোণ (৯০º) অপেক্ষা ছোট

কোণকে সূক্ষ্ণকোণ বলে।

০৩. স্থুলকোণ : ৯০º অপেক্ষা বড় কিন্তু ১৮০º

অপেক্ষা ছোট কোণকে স্থুলকোণ বলে।

০৪. সমকোণ : একটি রেখা অপর একটি রেখার উপর লম্ব হলে সমকোণ সৃষ্টি হয়।

০৫. সরলকোণ : যে কোণের পরিমাণ ১৮০º কোণের সমান তাকে সরল কোণ বলে।

০৬. পূরক কোণ : দুটি কোণের সমষ্টি ৯০º এর সমান হয় তবে একটি কোণকে অপর কোণের পূরক কোণ বলে।

০৭. সম্পূরক কোণ : দুটি কোণের সমষ্টি ১৮০º এর সমান হলে, একটি কোণকে অপর কোণের সম্পূরক কোণ বলে।

০৮. পৃবৃদ্ধ কোণ : দুই সমকোণ (১৮০º) অপেক্ষা বড় কিন্তু চার সমকোণ (৩৬০º) অপেক্ষা

ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।

বৃত্ত সম্পর্কিত তথ্য:-

পূর্ণ বক্ররেখার দৈর্ঘ্য কে বলা হয়? = পরিধি

পরিধির যেকোন অংশকে বলা হয় = চাপ

পরিধির যেকোন দুই বিন্দুর সংযোগ সরলরেখাকে বলা হয় = জ্যা ( বৃত্তের ব্যাস হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা)

বৃত্তের কেন্দ্রগামী সকল জ্যা-ই = ব্যাস

কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে

বলা হয় = ব্যাসার্ধ

বৃত্ত সম্পর্কিত কিছু সূত্র:

বৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল = πr²  ( যেখানে r বৃত্তের ব্যাসার্ধ)

বৃত্তের পরিধির সূত্র = 2πr

গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল = 4πr²

গোলকের আয়তন = 4πr³÷3

=======================

ত্রিভূজের ক্ষেত্রফল:-

সাধারণ ত্রিভূজের ক্ষেত্রফল = \frac{1}{2} × ভূমি X উচ্চতা

সমকোণী ত্রিভূজের ক্ষেত্রফল = \frac{1}{2} × সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল

সমদ্বিবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = \frac{b}{4} × \sqrt{4b^2 – a^2} যেখানে, a= ভূমি; b= অপর বাহু

সমবাহু ত্রিভূজের ক্ষেত্রফল = \frac{\sqrt{3}}{4} a^2

যেখানে, a = যে কোন বাহুর দৈর্ঘ্য

চতুর্ভূজের ক্ষেত্রফল

=======================

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য x প্রস্থ

বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (বাহু)2

সামন্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল = ভূমি x উচ্চতা

অন্যান্য সূত্রাবলী

আয়তক্ষেত্রের পরিসীমা = ২ (দৈর্ঘ্য + প্রস্থ)

বর্গক্ষেত্রের পরিসীমা = 4 x এক বাহুর পরিমাণ

===========================

সহজভাবে মনে রাখার কিছু সুত্রঃ

১) জোড় সংখ্যা + জোড় সংখ্যা = জোড়

সংখ্যা ; যেমনঃ ৪ + ৮ = ১২

২) জোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =

বিজোড় সংখ্যা ; যেমনঃ ৪ + ৭ = ১১

৩) বিজোড় সংখ্যা + বিজোড় সংখ্যা =

জোড় সংখ্যা ; যেমনঃ ৫ + ৭ = ১২

৪) জোড় সংখ্যা × জোড় সংখ্যা = জোড়

সংখ্যা ; যেমনঃ ৮ × ৪ = ৩২

৫) জোড় সংখ্যা × বিজোড় সংখ্যা = জোড়

সংখ্যা ; যেমনঃ ৮ × ৩ = ২৪

৬) বিজোড় সংখ্যা × বিজোড় সংখ্যা =

বিজোড় সংখ্যা ; যেমনঃ ৫ × ৭ = ৩৫

Download important rules of math

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top