৬ষ্ঠ শ্রেণি গণিত সংখ্যার গল্প || সংক্ষিপ্ত প্রশ্ন

অংক : মানুষ হিসাব নিকাশ এবং গণনা কার্যের জন্য যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করে তাকে অংক বলে।
অথবা, শূণ্য থেকে নয় পর্যন্ত প্রতীক সমূহকে অংক বলে।
অথবা, সংখ্যা গঠনের জন্য যেসব প্রতীক ব্যবহার হয় তাদের অংক বলে।
য়েমন: ০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯
অংক দুই প্রকার: (ক) স্বার্থক অংক
(খ) অভাবজ্ঞাপক অংক
স্বার্থক অংক: ১ থেকে ৯ পর্যন্ত অংক সমূহকে স্বার্থক অংক বলে।
অভাবজ্ঞাপক অংক : শূণ্যকে (০) অভাবজ্ঞাপক অংক বলে।
সংখ্যাপাতন: কোন সংখ্যা অংক দ্বারা লেখাকে সংখ্যাপাতন বলে।
দশগুণোত্তর রীতি: দশভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে দশগুণোত্তর রীতি বলে।
সংখ্যা: এক বা একাধিক অংক পাশাপাশি বসে সংখ্যা গঠন করে।
স্বাভাবিক সংখ্যা : শুণ্য ব্যতীত বাকি ধনাত্মক অখন্ড সংখ্যা গুলো স্বাভাবিক সংখ্যা।
স্থানীয়মান : সংখ্যায় ব্যবহৃত কোন অংক তার অবস্থানের জন্য যে মান প্রকাশ করে তাকে ঐ অংকের স্থানীয়মান বলে।
স্বকীয়মান : সংখ্যায় ব্যবহৃত কোন অংক আলাদা আলাদাভাবে যে মান প্রকাশ করে তাকে ঐ অংকের স্বকীয়মান বলে।৬ষ্ঠ শ্রেণি গণিত সংখ্যার গল্প
সংক্ষিপ্ত প্রশ্ন
১।
(ক)  মানুষ হিসাব নিকাশ এবং গণনা কার্যের জন্য যেসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করে তাকে ———– বলে।
(খ) কোন সভ্যতার মানুষেরা দড়ির গিট দিয়ে সংখ্যা প্রকাশ করতো?
(গ) \[ \text{VIII} \]  দ্বারা ————— সংখ্যাটি প্রকাশ করে।
(ঘ) দশমিক সংখ্যা পদ্ধতিতে ——- টি প্রতীক রয়েছে যাদের বলা হয় ———— ।
(ঙ) ——————– চিত্রটি দ্বারা মায়ানরা ১ প্রকাশ করে।
(চ) দশমিক পদ্ধতি বের করেছিলেন ——————।
২। প্রাচীনকালে মানুষ গণনা ও হিসাব নিকাসের জন্য ————– ব্যবহার করত।
৩। অঙ্ক কয় প্রকার?
৪। এক বা একাধিক অঙ্ক পাশাপাশি স্থাপনে যা গঠিত হয় তাকে কি বলে?
৫। কোন সংখ্যাকে যখন দুইটি অংক (১ ও ০) দ্বারা প্রকাশ করা হয় তাকে কি বলা হয়?
৬। কোন স্বার্থক অঙ্ক আলাদাভাবে লিখলে যে সব সংখ্যা প্রকাশ করে তাকে ঐ অঙ্কের কি বলে?
৭। সর্বাপেক্ষা বড় স্বার্থক অঙ্ক কোনটি?
৮। একক বৃহত্তম সংখ্যা কোনটি?
৯। শুণ্য (০) কি ধরনের অঙ্ক?
১০। পাঁচ অঙ্কের বৃহত্তম সখ্যার আগের সংখ্যা কত?
১১। ৪,২,৩,৭ অঙ্ক গুলো একবার ব্যবহার করে তিন হাজার থেকে বড় ক্ষুদ্রতম সংখ্যাটি কোনটি?
১২। একই সংখ্যা মাত্র একবার ব্যবহার করে ৮,০,৭,৩,৪, ৫ অঙ্কগুলো দ্বারা গঠিত ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কোনটি?
১৩। একই অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখার অন্তর কত?
১৪। একই অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখার যোগফল কত?
১৫। একই অঙ্ক মাত্র একবার ব্যবহার  করে পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখার অন্তর কত?
১৬। ৭,০,৫, অঙ্কগুলো ব্যবহার করে তিন অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যায়?
১৭। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগফল কত ?
১৮। ৪,৯,০ অঙ্কগুলো ব্যবহার করে দুই অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যায়?
১৯। ১,২,৩  অঙ্কগুলো ব্যবহার করে দুই অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা গঠন করা যায়?
২০। তিনটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি ১৮। বড় ও ছোট সংখ্যাটি কত?
২১। তিনটি ক্রমিক জোড় সংখ্যার সমষ্টি ২৪। ছোট সংখ্যাটি কত?
২২। ছয় অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমান হবে?
২৩। ৫,০,৭ দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যার সাথে কত যোগ করলে যোগফল সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সমান হবে?
২৪। তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্কগুলো দ্বারা দুই অঙ্ক বিশিষ্ট কয়টি সংখ্যা লেখা যায়?
২৫। ৬৩৪ বিলিয়ন = কত কোটি?
২৬। ৫২৬৪ সংখ্যাটি ৫ ও ২ এর স্থানীয় মানের পার্থক্য কত?
২৭। দুই অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার কত গুণ?
২৮। পাটিগণিতে ————– প্রতীক দ্বারা সব সংখ্যাই প্রকাশ করা যায়।
২৯। শুণ্য ব্যতীত বাকি ধনাত্মক অখন্ড সংখ্যা গুলো ————— সংখ্যা।
৩০। (১-৯) এক থেকে নয় পর্যš Íঅংকগুলোকে —————– বলে।
৩১। অংক ও সংখ্যার মধ্যকার পার্থক্য কী ?
৩২। অংকপাতনে ———প্রতীক ব্যবহার করা হয়।
৩৩। দশভিত্তিক বলে সংখ্যা প্রকাশের রীতিকে –বলে।
৩৪। কোন অংক এক এক স্থান করে বাম দিকে সরে গেলে তার মান উত্তোরোত্তর ——- করে বৃদ্ধি পায়।
৩৫। কোন অংক এক এক স্থান করে ডানদিকে সরে গেলে তার মান উত্তোরোত্তর ——- করে কমে যায়।
৩৬। কোন সংখ্যা অংক দ্বারা লেখাকে ——- বলে।
৩৭। কোন সংখ্যায় ব্যবহৃত অংক গুলোর মান তার —————— এর উপড় নির্ভর করে।
৩৮। সংখ্যায় ব্যবহৃত কোন অংক তার অবস্থানের জন্য যে সংখ্যা প্রকাশ করে তাকে ঐ অংকের —–মান বলে।
৩৯। আর্ন্তজাতিক সংখ্যা পঠন রীতিতে যে কোন সংখ্যার ডানদিক থেকে তিন অংক পরপর———বসাতে হয়।
৪০।  ১মিলিয়ন = ——————– লক্ষ।
৪১। এক বাএকাধিক অংক পাশাপাশি বসে ——————- গঠন করে।
৪২। অংক ——————- প্রকার।
৪৩। দেশীয় সংখ্যা পঠনরীতিতে যে কোন সংখ্যার ডানদিক থেকে তিন অংক পরে —————- এবংএরপর দুই অংক পরপর ——বসাতে হয়।
৪৪। কোন অংকটিকে কোন সংখ্যার গুননীয়ক হিসেবে বিবেচনা করা হয়না?
৪৫। স্বার্থক ক্ষুদ্রতম অংক কোনটি?
৪৬। ১ কে ১০০০ বার ১ দিয়ে গুণ করলে গুণফল কত?
৪৭। দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের প্রণালি কে কী বলা হয়?
৪৮। একবার ব্যবহার করে ৪, ০, ৩, ৮, ৯, ৭, ৫ অঙ্কগুলো দ¦ারা গঠিত ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম  সংখ্যার পার্থক্য কত?
৪৯। শূন্য ‘০’ কে ——— অংক বলা হয়।
৫০। ————– মিলিয়নে ১ বিলিয়ন।
৫১। সারাবিশ্বে মোট অংকের সংখ্যা ———–
৫২। অঙ্ক কাকে বলে?
৫৩। সার্থক অংক ————–টি।
৫৪। ৬৭৮৯ সংখ্যাটিতে ৬ এর স্বকীয়মান ——
৫৫। ১৩০০৪৫০৭৮ সংখ্যাটিতে সার্থক অংক —-টি
৫৬। ৫০০ কোটিতে ——————– বিলিয়ন।
৫৭।  ১ থেকে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যার গুণফল —————–।
৫৮।  স্বকীয় মান সর্বদা ———– থাকে।
৫৯।  ১৭০ লক্ষ = ———- মিলিয়ন।
৬০।  আন্তর্জাতিক গননা পদ্ধতিতে ————– পর পর কমা বসাতে হয়।
৬১। ০.০৫ বিলিয়ন = কত কোটি?
৬২।  আর্ন্তজাতিক গণনা পদ্ধতিতে হাজারের ঘরে সর্বোচ্চ কত অংক বিশিষ্ট সংখ্যা লেখা যায়?
৬৩।  কোনো অঙ্ক একাধিক বার ব্যবহার না করে দুই অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার গুণফল কত?
৬৪।  ৫২০৭৮সংখ্যাটিতে ২ এর স্থানীয়মান কত?
৬৫। ৫৭৩ সংখ্যাটি ৫ এর স্বকীয়মান কত?
৬৬। এক অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা কত?
৬৭। এক অঙ্ক এক বারের বেশি ব্যবহার না করে ৫ অঙ্কর বৃহত্তম সংখ্যার অংক গুলোর সমষ্টি কত?
৬৮। এক অঙ্ক একবারের বেশি ব্যবহার না করে সাত অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অঙ্কেগুলোর গুনফল কত?
৬৯। ৪২০৩ সংখ্যাটিতে ২ ও ০ এর স্থানীয় মানের পার্থক্য কত?
৭০। অংক পাতনের বেলায় যে কোন অবস্থানে ৯ এর ——— মান বৃহত্তম হবে।
৭১। কোন সংখ্যাকে শুণ্য দ্বারা গুণ করলে গুণফল কত হয়?
৭২। সর্বাপেক্ষা ছোট স্বার্থক অঙ্ক কোনটি?
৭৩। বড় থেকে ছোট ক্রমে অংকপাতন করলে ———— পাওয়া যায়।
৭৪। ছোট থেকে বড় ক্রমে অংকপাতন করলে ———— পাওয়া যায়।
৭৫। সার্থক অঙ্কের মধ্যে সর্বনি¤œ মান —————-।
৭৬। অঙ্কের স্থান পরিবর্তনের ফলে ————- মানের পরিবর্তন হয়।
৭৭। অঙ্কের স্থান পরিবর্তনের ফলে ————- মান একই থাকে ।
৭৮। এক অংক একবারের বেশি ব্যবহার না করে ৭ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার অংক গুলোর গুণফল কত?
৭৯। ২ কে ১ দ্বারা ১০০ বার গুণ করে গুণফল হতে ১ বিয়োগ করলে েিয়াগফল —————- ।
৮০। কোনটি সহকারী অংক?
৮১। কমা ব্যবহার করার জন্য কমপক্ষে কত অংকের সংখ্যার প্রয়োজন?
৮২। ৪,০,৫,১,৩,৯,৮,৭,২ অংকগুলো একবার ব্যবহার করে সাত অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?
৮৩. একটি সংখ্যা ৩১ থেকে যত বেশি, ৫৫ থেকে ততো কম সংখ্যাটি কত?
৮৪. একটি সংখ্যা ৯৯৯ থেকে যত ছোট ৭৯৭ থেকে তত বড়। সংখ্যাটি কত?
৮৫. তিন অংক বিশিষ্ঠ একটি সংখ্যার সাথে ৪২৩ যোগ করলে ৮৪৬ হয়,বিয়োগ করলে কত হবে?
৮৬। কোন সংখ্যার অংক গুলোর যোগফল ৩ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ——- দ্বারা বিভাজ্য।
৮৭। কোন সংখ্যার অংক গুলোর যোগফল  ৯ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি ————– দ্বারা বিভাজ্য।
৮৮।  কোন সংখ্যার একক স্থানীয় ০ বা ৫ হলে , ঐ সংখ্যাটি ————– দ্বারা বিভাজ্য।
৮৯। কোন সংখ্যার একক স্থানীয় ০ বা জোড় সংখ্যা হলে , ঐ সংখ্যাটি ————– দ্বারা বিভাজ্য।
৯০।  কোন সংখ্যার একক ও দশক স্থানীয় অংক দুইটি দ্বারা গঠিত সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য হলে, ঐ সংখ্যাটি —– দ্বারা বিভাজ্য।
৯১। কোন সংখ্যার একক ও দশক উভয় স্থানের অংক ০ হলে, ঐ সংখ্যাটি ————– দ্বারা বিভাজ্য।
৯২। ২৪৫৮ এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল ৯ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৯৩। ২৪৫৮ এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল ৩ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৯৪। ২৪৫৮ এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল একক বৃহত্তম সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে?
৯৫। ১৭ এর গুনণীয়ক কতটি ও কেন?
৯৬। কোন সংখ্যা ৯ দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি ———- দ্বারাও বিভাজ্য।
৯৭। সংখ্যা রেখায় শুণ্য বিন্দুর ডানদিকে —————– সংখ্যার অবস্থান।
৯৮। সংখ্যা রেখায় শুণ্য বিন্দুর বামদিকে —————– সংখ্যার অবস্থান।
৯৯। সংখ্যা রেখায় শুণ্য বিন্দু হতে ডানদিকে গেলে সংখার মান —————- পায়।
১০০। সংখ্যা রেখায় শুণ্য বিন্দু হতে বামদিকে গেলে সংখার মান —————- পায়।
১০১। সংখ্যারেখায় শুণ্য এবং ১ এর মধ্যবর্তী দুরত্বকে ———– বলে।

৬ষ্ঠ শ্রেণি গণিত অনুশীলনী ১.১ সমাধান

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top