৬ষ্ঠ শ্রেণি গণিত: অনুশীলনী ২.১ বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান

৬ষ্ঠ শ্রেণি গণিত: অনুশীলনী ২.১ বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান

 

৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ২.১ – বহুনির্বাচনী প্রশ্নের সমাধান, Math Exercise 2.1 – Class 6: Multiple Choice Questions and Answers,
Class 6 Math: Exercise 2.1 – MCQ Questions with Solutions

 

. নিচের কোন চিহ্নটি অনুপাতের গাণিতিক প্রতীক? (সহজ)
√  (ক) :               (খ) : :                  (গ) ∴               (ঘ) ⊕

. দুইটি সমজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কতগুণ বা কত অংশ তা কিসের মাধ্যমে প্রকাশ করা হয়? (সহজ)
(ক) রাশির              √ (খ) ভগ্নাংশের             (গ) সংখ্যার                  (ঘ) বর্গমূলের

. : অনুপাতের উত্তর রাশি নিচের কোনটি? (সহজ)
(ক) ২                    √(খ) ৫                 (গ) ৭                 (ঘ) ১১

. অনুপাত কী?
(ক) একটি পূর্ণসংখ্যা       (খ) যৌগিক সংখ্যা      (গ) মৌলিক সংখ্যা    √(ঘ) ভগ্নাংশ

. দুইটি রাশির তুলনা করতে নিচের কোন শব্দটি ব্যবহার করা হয়?
(ক) বর্গমূল              √(খ) অনুপাত               (গ) সমানুপাত              (ঘ) মিশ্রণ

. একটি শ্রেণিতে ছাত্র ছাত্রীসংখ্যা যথাক্রমে ৫০ জন ৪০ জন। ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত কত?
(ক) ৪ : ৫               √(খ) ৫ : ৪                    (গ) ৩ : ২                   (ঘ) ৪ : ৩

. গরিমার ওজন ৪০ কেজি তার পিতার ওজন ৮০ কেজি। পিতার ওজন গরিমার ওজনের কতগুণ? (মধ্যম)
(ক) ১                    √(খ) ২                (গ) ৩                  (ঘ) ৪

. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অনুপাত একটি ভগ্নাংশ
ii. অনুপাতের কোনো একক নেই
iii. অনুপাতের এককগুলোকে এক জাতীয় করতে হবে

নিচের কোনটি সঠিক? (সহজ)
(ক) i ও ii              (খ) i ও iii                   (গ) ii ও iii                  √(ঘ) i, ii ও iii

. অনুপাত:৬ষ্ঠ শ্রেণি গণিত: অনুশীলনী ২.১ বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান
i. তুলনা থেকেই সৃষ্টি
ii. এর কোনো একক নেই
iii. ভগ্নাংশ আকারেও লেখা যায়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii              (খ) i ও iii                    (গ) ii ও iii                 √(ঘ) i, ii ও iii

১০. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. অনুপাতের চিহ্নকে ‘:’ প্রতীক দ্বারা প্রকাশ করা হয়
ii. ৫ : ১ কে পড়া হয় ৫ অনুপাত ১
iii. ৩ : ৫ অনুপাতের ৩ হলো পূর্ব রাশি, ৫ হলো উত্তর রাশি

নিচের কোনটি সঠিক? (সহজ)
(ক) i ও ii               (খ) i ও iii                   (গ) ii ও iii                 √(ঘ) i, ii ও iii

১১. ফাহিম তার বোনের বয়সের অনুপাত কত? (মধ্যম)
(ক) ২ : ৩                (খ) ৩ : ২                  √(গ) ৬ : ১                    (ঘ) ১২ : ১

১২. অনুপাতটির যোগফল কত? (সহজ)
√(ক) ৭                   (খ) ৯                (গ) ১১                (ঘ) ১৩

১৩. সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশি করে প্রাপ্ত অনুপাতকে বলে:
                (ক) লঘু অনুপাত                 (খ) গুরু অনুপাত                  

√(গ) ব্যস্ত অনুপাত                 (ঘ) একক অনুপাত

১৪. অনুপাতে দুটি রাশি থাকলে, তাকে বলা হয়:
(ক) একানুপাত                                                 (খ) মিশ্র অনুপাত                   

 (গ) ব্যস্তানুপাত                                              √(ঘ) সরল অনুপাত

১৫. নিচের কোনটি একানুপাত?
(ক) ১৬ : ১৩                   (খ) ১৩ : ১৭                 √(গ) ২১ : ২১                 (ঘ) ৫ : ৪

১৬. : : ১৫ কোন ধরনের অনুপাত?
√(ক) সমতল                    (খ) লঘু              (গ) গুরু               (ঘ) ব্যস্ত

১৭. : কোন ধরনের অনুপাত?
(ক) লঘু                 (খ) গুরু              (গ) ব্যস্ত              √(ঘ) একক

১৮. ৪০ কেজি মিশ্রণে চাল চিনির পরিমাণের অনুপাত : ১। মিশ্রণটিতে চালের পরিমাণ কত?
√(ক) ৩২ কেজি          (খ) ৮ কেজি              (গ) ৫ কেজি           (ঘ) ৩০ কেজি

১৯. : , : ১৭ : ১১ এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
√(ক) ২০ : ৫৬১          (খ) ৫৬১ : ২০          (গ) ৫৪১ : ২০         (ঘ) ২০ : ৫৪১

২০. নিচের কোনটি গুরু অনুপাত?
(ক) ১০ : ১২                     (খ) ২ : ৭                   √(গ) ১০ : ৭                 (ঘ) ৩ : ৫

২১. নিচের কোনটি ১৬ : এর ব্যস্ত অনুপাত?
√(ক) ৫ : ১৬           (খ) ৫ : ৮            (গ) ৩২ : ১০            (ঘ) কোনোটিই নয়

২২. : এর দ্বিগুণানুপাত কোনটি? (মধ্যম)
√(ক) ১৪ : ১০                  (খ) ৫ : ৭                     (গ) ১৭ : ১০                  (ঘ) ২ : ৫১

২৩. ১১ : ১১ কোন ধরনের অনুপাত?
(ক) ব্যস্ত অনুপাত                                   (খ) মিশ্র অনুপাত                                             (গ) সমতুল অনুপাত                            √(ঘ) একক অনুপাত

২৪. : , : : মিশ্র অনুপাত কত?
(ক) ৩০ : ২০          √(খ) ১০ : ২১         (গ) ৬০ : ৩০          (ঘ) ৪০ : ২০

২৫. : এর সমতুল অনুপাত কত?
(ক) ৪৮                  (খ) ৪৬               √(গ) ৪১০                      (ঘ) ৬১০

২৬. ১০ : ৫০ অনুপাতটির সমতুল অনুপাত নিচের কোনটি?
√(ক) ১ : ৫              (খ) ৫ : ১                     (গ) ৮ : ১                     (ঘ) ১ : ৮

২৭. যে অনুপাতের পূর্ব রাশি, উত্তর রাশি অপেক্ষা ছোট তাকে বলা হয়
 (ক) সরল অনুপাত                                  (খ) গুরু অনুপাত                                            (গ) ব্যস্তানুপাত                                     √(ঘ) লঘু অনুপাত

২৮. কোনো অনুপাতের পূর্ব রাশি উত্তর রাশি অপেক্ষা বড় হলে, তাকে কী বলা হয়? (সহজ)
(ক) সরল অনুপাত                                        √(খ) গুরু অনুপাত                                   (গ) লঘু অনুপাত                                         (ঘ) একক অনুপাত

২৯. যে অনুপাতের পূর্বরাশি উত্তর রাশি পরস্পর সমান, তাকে কী বলা হয়? (সহজ)
         (ক) সরল অনুপাত                                    √(খ) একক অনুপাত                                    (গ) লঘু অনুপাত                                        (ঘ) গুরু অনুপাত

৩০. নিচের কোনটি লঘু অনুপাত?
(ক) ৭ : ৫               √(খ) ২ : ৫                    (গ) ৫ : ২                    (ঘ) ৫ : ৫

৩১. নিচের কোনটি গুরু অনুপাত? (সহজ)
(ক) ৫ : ৭               (খ) ৫ : ৬                    √(গ) ৫ : ২                    (ঘ) ২ : ৫

৩২. নিচের কোনটি একক অনুপাত? (সহজ)
(ক) ৫ : ৭               (খ) ৭ : ৫                      √(গ) ৫ : ৫                  (ঘ) ২ : ৫

৩৩. নিচের কোনটি ১৮ : এর ব্যস্ত অনুপাত? (সহজ)
(ক) ১৫ : ২১                    (খ) ১৬ : ২১                 √(গ) ৭ : ১৮                 (ঘ) ৭ : ১৬

৩৪. : এর ব্যস্ত অনুপাত কোনটি?
(ক) ১ : ৫               √(খ) ৫ : ৭                   (গ) ২১ : ১৫                  (ঘ) ২৮ : ২০

৩৫. নিচের কোনটি ১৫ : এর ব্যস্ত অনুপাত?
(ক) ১৫ : ৫             √(খ) ৫ : ১৫                  (গ) ৩ : ১                   (ঘ) ১ : ৩

৩৬. : ; : ; : এর মিশ্র অনুপাত কত?
(ক) ১৮ : ৬০          (খ) ১২ : ২০           √(গ) ২৪ : ৬০                (ঘ) ২১ : ১৮

৩৭. এক গ্লাস শরবতে পানি সিরাপের অনুপাত : ১। গ্লাসে ২০ গ্রাম শরবত থাকলে সিরাপের পরিমাণ কত? (কঠিন)
√(ক) ৫ গ্রাম              (খ) ৪ গ্রাম              (গ) ১৬ গ্রাম          (ঘ) ১২ গ্রাম

৩৮. দুইটি বইয়ের মূল্যের অনুপাত : ৫। দ্বিতীয়টির মূল্য ৮০ টাকা হলে, প্রথমটির মূল্য কত? (কঠিন)
(ক) ৬০ টাকা         √(খ) ৬৪ টাকা           (গ) ৮৫ টাকা           (ঘ) ৯৪ টাকা

৩৯. পিতা পুত্রের বয়সের অনুপাত ১১ : ৩। পুত্রের বয়স ১২ বছর হলে, পিতার বয়স কত?
(ক) ৪০ বছর         √(খ) ৪৪ বছর             (গ) ৫০ বছর           (ঘ) ৬৪ বছর

৪০. টুসির বয়স ১৮ বছর এবং শোভার বয়স ২১ বছর। দুইজনের বয়সের সরল অনুপাত কত?
(ক) ২১ : ১৮         √(খ) ৬ : ৭             (গ) ৭ : ৬                    (ঘ) ৩ : ৬

৪১. পিতা পুত্রের বয়সের অনুপাত : পিতার বয়স ৪২ বছর হলে, পুত্রের বয়স কত?
(ক) ১১ বছর             (খ) ১৪ বছর                 √(গ) ২১ বছর                 (ঘ) ২৮ বছর

৪২. : অনুপাতটির উত্তর রাশি কোনটি?
(ক) ২                    √(খ) ৭                 (গ) ১৪               (ঘ) ১৫

৪৩. নিচের কোনটি লঘু অনুপাত?
√(ক) ৩ : ৫                     (খ) ৭ : ৪                 (গ) ৬ : ৫               (ঘ) ১১ : ১১

৪৪. একটি শ্রেণিতে ৪০ জন ছাত্রী ৫০ জন ছাত্র পড়ে। ছাত্র ছাত্রী সংখ্যার অনুপাত কত? (কঠিন)
√(ক) ৫ : ৪           (খ) ৪ : ৫                (গ) ৬ : ২                 (ঘ) ৪ : ৩

৪৫. : ৩৬ = ৭২ : ৪৮ খালিঘরে কোনটি বসবে?
(ক) ৩২                 √(খ) ৫৪               (গ) ১৮               (ঘ) ৬৪

৪৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. একক অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশি পরস্পর সমান থাকে
ii. লঘু অনুপাতের পূর্ব রাশি উত্তররাশি অপেক্ষা বড় হয়
iii. লঘু অনুপাতের পূর্ব রাশি উত্তররাশি অপেক্ষা ছোট হয়

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii              √(খ) i ও iii                  (গ) ii ও iii                   (ঘ) i, ii ও iii

৪৭. অনুপাতের ক্ষেত্রে প্রযোজ্য
i. অনুপাতে দুটি রাশি থাকলে তাকে সরল অনুপাত বলে
ii. একটি অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত রয়েছে
iii. ১৫ : ১৫ অনুপাতটি একক অনুপাত

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii               (খ) i ও iii                   (গ) ii ও iii                 √(ঘ) i, ii ও iii

৪৮. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. কোনো অনুপাতের পূর্ব ও উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে অনুপাতের মানের কোনো পরিবর্তন হয় না
ii. ৫ : ৪ এর ব্যস্তানুপাত ৪ : ৫
iii. যেকোনো অনুপাতের অসংখ্য সমতুল অনুপাত আছে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii              (খ) ii ও iii               (গ) i ও iii            √(ঘ) i, ii ও iii

৪৯. সরল অনুপাতে:
i. দুইটি রাশি থাকে
ii. প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি বলে
iii. ৫ : ৭ একটি সরল অনুপাত

নিচের কোনটি সঠিক? (সহজ)
(ক) i ও ii              (খ) i ও iii                    (গ) ii ও iii                   √(ঘ) i, ii ও iii

৫০. কামাল, জামাল বেলালের আয়ের অনুপাত কত?
(ক) ৪ : ৫ : ৩       (খ) ১৬ : ১২ : ১৫       (গ) ৫ : ৪ : ৩       √(ঘ) ১৫ : ১২ : ১৬

৫১. কামালের আয় ১২০ টাকা হলে বেলালের আয় কত?
(ক) ১৪০ টাকা        (খ) ১৩০ টাকা           √(গ) ১২৮ টাকা         (ঘ) ১২৫ টাকা

৫২. দ্বিতীয় অনুপাতটির ব্যস্ত অনুপাত কোনটি?
(ক) ২৫ : ৯            (খ) ৫ : ৮১           (গ) ৫ : ৯                    √(ঘ) ৯ : ৫

৫৩. উপরিউক্ত অনুপাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
(ক) ৩ : ৭          (খ) ৫ : ৯               (গ) ৭ : ৩              √(ঘ) ৭ : ১১

৫৪. বিদ্যালয়ে পাশ করেছে এমন শিক্ষার্থীর সংখ্যা?
(ক) ৯৬ জন             (খ) ১০২ জন            √(গ) ১০৮ জন            (ঘ) ১১২ জন

৫৫. বিদ্যালয়ের ফেল করা শিক্ষার্থীর সংখ্যা কত?
(ক) ২০ জন              (খ) ২২ জন              (গ) ১৬ জন                  √(ঘ) ২৪ জন

৫৬. নিচের কোনটি একানুপাত?
(ক) ৬ : ৬               (খ) ২ : ৩                    (গ) ৩ : ৪                    (ঘ) ৫ : ৮

৫৭. : অনুপাতটির পূর্ব রাশি নিচের কোনটি?
√(ক) ৪                   (খ) ১                (গ) ৩                  (ঘ) ৫

৫৮. : অনুপাতটির উত্তর রাশি নিচের কোনটি?
(ক) ৫                    √(খ) ৩               (গ) ৮                   (ঘ) ১৫

৫৯. নিচের কোনটিকে সরল অনুপাত বলা যায়?
√(ক) ২ : ৭          (খ) ৭ : ১০ : ৪              (গ) ৮ : ৩ : ৫               (ঘ) ৩ : ৫ : ১০

৬০. সরল অনুপাতের উত্তর রাশিকে পূর্ব রাশি এবং পূর্ব রাশিকে উত্তর রাশি ধরে প্রাপ্ত অনুপাতকে কী বলা হয়?
               (ক) সরল অনুপাত                                        (খ) লঘু অনুপাত                                        (গ) গুরু অনুপাত                                       √(ঘ) ব্যস্ত অনুপাত

৬১. নিচের কোনটি ১৬ : এর ব্যস্ত অনুপাত?
(ক) ১৬ : ৫                 √(খ) ৫ : ১৬           (গ) ২১ : ১৬                 (ঘ) ১৬ : ২১

৬২. : এর দ্বিগুণানুপাত নিচের কোনটি?
(ক) ৯ : ১৬                (খ) ১৬ : ৯            (গ) ২৫ : ৯            (ঘ) ১৬ : ২৫

৬৩. : এর দ্বিভাজিত অনুপাত কোনটি?
(ক) ২ : ৩                 (খ) ৪ : ৯                (গ) ৯ : ৪                (ঘ) ১৬ : ৮১

৬৪. ২৫ : এর দ্বিভাজিত অনুপাত নিচের কোনটি?
√(ক) ৫ : ৩               (খ) ৩ : ৫                 (গ) ৯ : ১৫                 (ঘ) ১৫ : ৯

৬৫. নিচের কোনটি বহুরাশিক অনুপাত?
(ক) ৩ : ৫ : ৮           (খ) ৩ : ৮            (গ) ৩ : ৫              (ঘ) ৮ : ৫

৬৬. নিচের কোনটি : এর ব্যস্ত অনুপাত?
(ক) ৩ : ৪               √(খ) ৪ : ৩                    (গ) ৭ : ৪                      (ঘ) ৩ : ৭

৬৭. : ২৫ এর ব্যস্ত অনুপাত নিচের কোনটি?
(ক) ৪ : ২৫              √(খ) ২৫ : ৪               (গ) ২৫ : ৮               (ঘ) ৮ : ২৫

৬৮. ৫০ : ৪০ অনুপাতটির সমতুল অনুপাত নিচের কোনটি?
√(ক) ৩ : ৪                 (খ) ৪ : ৫               (গ) ৫ : ৪                (ঘ) ১০ : ৭

৬৯. ১০ : ৫০ অনুপাতটির সমতুল অনুপাত নিচের কোনটি?
√(ক) ১ : ৫              (খ) ৫ : ১                  (গ) ৮ : ১                (ঘ) ১ : ৮

৭০. . . এর অনুপাত নিচের কোনটি?
(ক) ৭ : ১৫             (খ) ১৫ : ৭         (গ) ৮ : ২৩              (ঘ) ২৩ : ৮

৭১. : , : ১২ এবং : এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
(ক) ৪ : ৩           (খ) ৭ : ১২                (গ) ৯ : ৫              (ঘ) ৭ : ৫

৭২. : , : ১৭ : ১১ এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
(ক) ২০ : ৫৬১         (খ) ৫৬১ : ২০          (গ) ৫৪১ : ২০        (ঘ) ২০ : ৫৪১

৭৩. : ১৩, : ১২ ২৬ : এর মিশ্র অনুপাত নিচের কোনটি?
(ক) ৭ : ১২              (খ) ৬ : ১৩        (গ) ৭ : ৩              (ঘ) ২৬ : ৩

৭৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. দুইটি রাশির তুলনা করতে অনুপাত শব্দটি ব্যবহার করা হয়
ii. ১ : ৪ কে ১ অনুপাত ৪ পড়া হয়
iii. পূর্ব রাশি উত্তর রাশির ছোট হলে, তাকে লঘু অনুপাত বলে

নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii               (খ) i ও iii             (গ) ii ও iii            (ঘ) i, ii ও iii

৭৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. দুইটি একজাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ দ্বারা প্রকাশ করাকে রাশি দুইটির অনুপাত বলা হয়
ii. ‘:’ চিহ্নটি হলো অনুপাতের গাণিতিক চিহ্ন
iii. ১ : ৪ = ১ × ৪ লেখা যায়

নিচের কোনটি সঠিক?
(ক) i               (খ) iii             (গ) i ও ii               (ঘ) i ও iii

৭৬. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. পূর্ব রাশি উত্তর রাশির বড় হলে, তাকে গুরু অনুপাত বলে
ii. কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে ০ (শূন্য) বাদে একই সংখ্যা দিয়ে গুণ বা ভাগ করলে প্রদত্ত অনুপাতের মানের পরিবর্তন হয়
iii. পূর্ব রাশি ও উত্তর রাশি পরস্পর সমান হলে, তাকে একানুপাত বলে

নিচের কোনটি সঠিক?
(ক) i                     (খ) i ও ii           (গ) i ও iii                  (ঘ) i, ii ও iii

৭৭. ১ম সময়কে মিনিটে প্রকাশ করলে কোনটি হয়?
                 (ক) ৩০০ মিনিট                                     (খ) ৩০৫ মিনিট                                                √(গ) ৩১০ মিনিট                                  (ঘ) ৩১৫ মিনিট

৭৮. সময় দুইটিকে অনুপাতে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক?
                     (ক) ৩১ : ১৮                                       (খ) ৩১ মিনিট : ১৮ মিনিট                              (গ) ১৮ মিনিট : ৩১ মিনিট                      √(ঘ) ১৮ : ৩১

৭৯. দ্বিতীয় অনুপাতটির ব্যস্ত অনুপাত নিচের কোনটি?
(ক) ২৫ : ৯                      (খ) ৫ : ৮১                   (গ) ৫ : ৯                    √(ঘ) ৯ : ৫

৮০. উপরোক্ত অনুপাতগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বড়?
(ক) ৩ : ৭               (খ) ৫ : ৯                    (গ) ৭ : ৩                    √(ঘ) ৭ : ১১

৮১. অনুপাতের একক নিচের কোনটি?
(ক) মিটার               (খ) গ্রাম             (গ) পাউন্ড                   √(ঘ) একক নেই

 

অনুশীলনী ২.১ সমাধান দেখুন

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top