৬ষ্ঠ শ্রেণি গণিত অনুশীলনী ১.৩ বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান,৬ষ্ঠ শ্রেণি অনুশীলনী ১.৩ বহুনির্বাচনী প্রশ্ন ও সমাধান,Class 6 exercise 1.3 math MCQ question and solution
বহুনির্বাচনী প্রশ্নের সমাধান : ৬ষ্ঠ শ্রেণির গণিত অনুশীলনী ১.৩
১. ৬৫ এর মৌলিক উৎপাদক কোনটি?
(ক) ১ (খ) ২ (গ) ৩ √(ঘ) ৫
২. নিচের কোন সংখ্যাটি ৩০ এর গুণনীয়ক?
(ক) ৪ (খ) ৭ (গ) ৯ √(ঘ) ১০
৩. ২৫ এর গুণনীয়ক নিচের কোন সংখ্যাটি?
√(ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮
৪. ৩৩ এর সাধারণ উৎপাদক নিচের কোনটি?
√ (ক) ৩ (খ) ৯ (গ) ১০ (ঘ) ১২
৫. নিচের কোনটি ১৬ এর মৌলিক উৎপাদক?
(ক) ৩ √(খ) ৪ (গ) ৫ (ঘ) ১২
৬. নিচের কোনটি গ.সা.গু. এর পূর্ণরূপ?
(ক) গরিষ্ঠ সাধারণ গুণিতক √ (খ) গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
(গ) গরিষ্ঠ অসাধারণ গুণিতক (ঘ) গরিষ্ঠ সাধারণ উৎপাদক
৭. ১৪ ও ৬০ এর গ.সা.গু. নিচের কোনটি?
√ (ক) ২ (খ) ৩ (গ) ৪ (ঘ) ১২
৮. ২৫ ও ৩৫ এর গ.সা.গু. কত?
√ (ক) ৫ (খ) ১০ (গ) ১২ (ঘ) ১৫
৯. কতকগুলো সংখ্যার ক্ষুদ্রতম সাধারণ গুণিতককে সংক্ষেপে কী বলা হয়?
√ (ক) ল.সা.গু. (খ) গ.সা.গু. (গ) স.লা.গু. (ঘ) স.গা.গু
১০. ২৪ ও ৪৮ এর ল.সা.গু. নিচের কোনটি?
(ক) ২৪ (খ) ৪০ (গ) ৩৬ √ (ঘ) ৪৮
১১. ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাকে ১০০০০০ দ্বারা ভাগ করলে ভাগফল কত হবে?
√ (ক) ১ (খ) ১০০ (গ) ১০০০ (ঘ) ১০০০০
১২. ৩, ৬ ও ১২ এর ল.সা.গু. নিচের কোনটি?
√ (ক) ১২ (খ) ২৪ (গ) ৩৬ (ঘ) ৪৮
১৩. ১২ ও ১৮ এর ল.সা.গু. নিচের কোনটি?
(ক) ২২ (খ) ৩২ √ (গ) ৩৬ (ঘ) ৪০
১৪. ৬, ১২ ও ২৪ এর ল.সা.গু. নিচের কোনটি?
(ক) ৬ (খ) ১২ √ (গ) ২৪ (ঘ) ৩৬
১৫. ৩, ৪, ৬ ও ৮ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক নিচের কোনটি?
(ক) ১২ √ (খ) ২৪ (গ) ২৮ (ঘ) ৩২
১৬. নিচের কোনটি ৩০ এর মৌলিক উৎপাদক?
√ (ক) ২ (খ) ৪ (গ) ৭ (ঘ) ৯
১৭. ৩০ ও ৫০ এর ল.সা.গু. নিচের কোনটি?
(ক) ৩০ (খ) ৫০ (গ) ১০০ √ (ঘ) ১৫০
১৮. ৩৬, ৭০, ১৭৫ এর গ.সা.গু. নিচের কোনটি?
√ (ক) ১ (খ) ৫ (গ) ১৫ (ঘ) ২৫
১৯. ৬, ১৫ ও ৩৩ এর সাধারণ গুণনীয়ক নিচের কোনটি?
√ (ক) ৩ (খ) ৫ (গ) ১১ (ঘ) ১৫
২০. ৬০ ও ৯৬ এর গ.সা.গু. নিচের কোনটি?
(ক) ৬ (খ) ৯ √ (গ) ১২ (ঘ) ১৫
২১. ৩৬, ৭০ ও ১৯৬ এর গ.সা.গু. নিচের কোনটি?
√ (ক) ২ (খ) ৫ (গ) ৭ (ঘ) ১২
২২. ১২, ২৪ ও ৪৮ এর গ.সা.গু. নিচের কোনটি?
√ (ক) ১২ (খ) ২৪ (গ) ৩৬ (ঘ) ৪৮
২৩. ১৪, ২১ ও ৫৬ এর গ.সা.গু. নিচের কোনটি?
√ (ক) ৭ (খ) ১৪ (গ) ৪২ (ঘ) ৫৬
২৪. ৩৫ ও ৪৫ এর ল.সা.গু. কত?
(ক) ৩৫ (খ) ৪৫ (গ) ২১৫ √ (ঘ) ৩১৫
২৫. ৩৩, ৫৫ ও ৯০ এর ল.সা.গু. নিচের কোনটি?
(ক) ৩৩ (খ) ৫৫ (গ) ৩৯০ √ (ঘ) ৯৯০
২৬. ৪৫ কেজি, ৫০ কেজি ও ৬০ কেজি ধান সহজে ওজন করার সর্বাপেক্ষা বড় বাটখারার ওজন কত কেজি হবে?
√ (ক) ৫ কেজি (খ) ৬ কেজি (গ) ৭ কেজি (ঘ) ৮ কেজি
২৭. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৫, ৫০ ও ৭৫ কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না?
√ (ক) ২৫ (খ) ৫০ (গ) ৭৫ (ঘ) ১০০
২৮. দুইটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ২৪০। একটি সংখ্যা ৩০ হলে, অন্যটি কত?
(ক) ১০৫ (খ) ৮৫ √ (গ) ৯৬ (ঘ) ৭৬
২৯. দুইটি সংখ্যার গুণফল ৭২০। সংখ্যা দুইটির গ.সা.গু. ১২ হলে, ল.সা.গু. কত?
(ক) ৫৫ (খ) ৪৮ √ (গ) ৬০ (ঘ) ৬৫
৩০. দুইটি সংখ্যার গ.সা.গু. ১৫ এবং গুণফল ৪৫০ হলে, ল.সা.গু. কত?
(ক) ১৫ √ (খ) ৩০ (গ) ৪৫ (ঘ) ৬০
৩১. দুইটি সংখ্যার গ.সা.গু. ১২ এবং ল.সা.গু. ২২০। এদের গুণফল কত হবে?
(ক) ২৪২০ (খ) ২৪৪০ (গ) ২৬২০ √ (ঘ) ২৬৪০
৩২. দুইটি সংখ্যার ল.সা.গু. ও গ.সা.গু’র গুণফল ১০৮। একটি সংখ্যা ১২ হলে, সংখ্যা দুইটির গ.সা.গু. কত?
(ক) ১ √ (খ) ৩ (গ) ৬ (ঘ) ৮
৩৩. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ২৪, ২৯ ও ৩৬ কে ভাগ করলে যথাক্রমে ৪, ৫ ও ৬ ভাগশেষ থাকে?
√ (ক) ৫ (খ) ৬ (গ) ৭ (ঘ) ৮
৩৪. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ১০০ ও ১৮৪ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৪ থাকবে?
(ক) ৯ (খ) ১০ (গ) ১১ √ (ঘ) ১২
৩৫. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৩৬৫ ও ৪৬৩ কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে ৫ ও ৭ থাকে?
(ক) ১২ √ (খ) ২৪ (গ) ৩৬ (ঘ) ৪৮
৩৬. কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ৭৬ ও ১৪৭ কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ ৫ থাকে?
√ (ক) ৭১ (খ) ৭২ (গ) ৭৩ (ঘ) ৭৫
৩৭. পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ২৪, ৩৬, ৫৪, ৭২ ও ৯৬ দ্বারা নিঃশেষে বিভাজ্য?
√ (ক) ১০৩৬৮ (খ) ১০৬৩৮ (গ) ১০৮৩৬ (ঘ) ১০৯৩৮
৩৮. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ৬, ১২, ২৪ এবং ৩৬ দ্বারা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য?
(ক) ৩৬ √ (খ) ৭২ (গ) ৭৮ (ঘ) ৮৪
৩৯. কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২৪, ৩০, ৩৬ ও ৪৮ দ্বারা ভাগ করলে প্রত্যেকবারই ভাগশেষ ৫ থাকবে?
(ক) ৩৬৫ (খ) ৫৪৫ √ (গ) ৭২৫ (ঘ) ৮২৫
৪০. ছয় অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা ২৫, ৫০, ৭৫ ও ১২৫ দিয়ে নিঃশেষে বিভাজ্য?
√ (ক) ১৫০০ (খ) ১০৬০০ (গ) ১০০৫০০ (ঘ) ১০০৬০০
৪১. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. গ.সা.গু. হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
ii. দুইটি সংখ্যা সহমৌলিক হলে তাদের গ.সা.গু. ১
iii. ১৮ ও ৩৬ এর গ.সা.গু. ১৮
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii √(ঘ) i, ii ও iii
৪২. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. প্রত্যেক সংখ্যার একটি সাধারণ গুণনীয়ক ১
ii. ৯, ৭২ এর মৌলিক উৎপাদক
iii. ৩৬ ও ৬০ এর গ.সা.গু. ২৪
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
(ক) i √খ) i ও ii (গ) i ও iii (ঘ) ii ও iii
৪৩. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ১২ ও ১৮ এর ল.সা.গু. ৩৬
ii. ২০ ও ২৫ এর ল.সা.গু. ১০৫
iii. দুইটি সংখ্যার গুণফল ৬৪৮। সংখ্যা দুইটির ল.সা.গু. ৭২ হলে, গ.সা.গু. ৯
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii √(খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৪. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. ২০ ও ১০০ এর ল.সা.গু. ১২০
ii. ৫, ১২৫ এর একটি মৌলিক উৎপাদক
iii. দুইটি সংখ্যার গ.সা.গু. ৬ এবং ল.সা.গু. ২০। সংখ্যা দুইটির গুণফল ১২০
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii √(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৫. নিচের তথ্যগুলো লক্ষ কর:
i. দুইটি সংখ্যার গুণফল ১৭৫ এবং তাদের ল.সা.গু. ২৫ হলে, গ.সা.গু. ৭
ii. ৩৬ ও ৪৮ এর ল.সা.গু. ১৪৪
iii. ৫ ও ২৫ এর ল.সা.গু. ৩৫
উপরের তথ্যের ভিত্তিতে নিচের কোনটি সঠিক?
√(ক) i ও ii (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৪৬. প্রথম সংখ্যার মৌলিক উৎপাদক নিচের কোনটি?
(ক) ৩১ (খ) ৪১ (গ) ৫১ √(ঘ) ৬১
৪৭. সংখ্যা দুইটির গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নিচের কোনটি?
(ক) ৪১ (খ) ৫১ √(গ) ৬১ (ঘ) ৭১
৪৮. ১ম দুইটি সংখ্যার গ.সা.গু. ও ল.সা.গু. এর গুণফল কত হবে?
√(ক) ১২৫০ (খ) ১৪৫০ (গ) ১৫৫০ (ঘ) ১২৭০
৪৯. সংখ্যা চারটির ল.সা.গু. নিচের কোনটি?
(ক) ১৫০ (খ) ৩০০ (গ) ৭০০ √ (ঘ) ৭৫০