SSC math chapter 1- real numbers solution || বাস্তব সংখ্যা

 

স্বাভাবিক সংখ্যা (Natural Number) : 1, 2, 3, 4, …………… ইত্যাদি সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে। 2, 3, 5, 7, …………… ইত্যাদি মৌলিক সংখ্যা এবং 4, 6, 8, 9, ……………  ইত্যাদি যৌগিক সংখ্যা।

পূর্ণসংখ্যা (Integer) : শূন্যসহ সকল ধনাত্মক  ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাসমূহকে পূর্ণসংখ্যা বলা হয়।

          অর্থাৎ …………… -3, – 2, – 1, 0, 1, 2, 3, ……………ইত্যাদি পূর্ণসংখ্যা।

ভগ্নাংশ সংখ্যা (Fractional Number) : p, q পরস্পর সহমৌলিক, p ≠ 0, এবং q ≠ 1 হলে, \[\frac{p}{q}\] আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বলে। যেমন : \[\frac{1}{2}\], \[\frac{3}{2}\], \[ -\frac{1}{2}\] ইত্যাদি ভগ্নাংশ সংখ্যা।

 p < q  হলে ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ এবং p > q হলে ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়।

          যেমন : \[ \frac{1}{2}, \frac{1}{3}, \frac{2}{3}, \frac{1}{4} \] ……………. ইত্যাদি প্রকৃত ভগ্নাংশ এবং \[ \frac{3}{2}, \frac{4}{3}, \frac{5}{3}, \frac{5}{4} \] ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ।

মূলদ সংখ্যা (Rational Number) : p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0 হলে, \[\frac{p}{q}\] আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়।

          যেমন : \[ \frac{3}{1} = 3, \frac{11}{2} = 5.5, \frac{5}{3} = 1.6666……. \] ইত্যাদি মূলদ সংখ্যা।

অমূলদ সংখ্যা (Irrational Number) : যে সংখ্যাকে\[\frac{p}{q}\] আকারে প্রকাশ করা যায় না, যেখানে p, q পূর্ণসংখ্যা এবং q ≠ 0,  সে সংখ্যাকে অমূলদ সংখ্যা বলা হয়। পূর্ণবর্গ নয় এরূপ যেকোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল একটি অমূলদ সংখ্যা।

          যেমন : \[\sqrt{2} = 1.414213 ……., \sqrt{3} = 1.732 ……., \frac{\sqrt{5}}{2} = 1.58113 …….. \] ইত্যাদি অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যাকে দুইটি পূর্ণসংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না।

দশমিক ভগ্নাংশ সংখ্যা : মূলদ সংখ্যা ও অমূলদ সংখ্যাকে দশমিকে প্রকাশ করা হলে একে দশমিক ভগ্নাংশ বলা হয়।

          যেমন : \[ 3 = 3.0 , \frac{5}{2} = 2.5, \frac{10}{3} = 3.33333 ….., \sqrt{3} = 1.732 …….   \]  ইত্যাদি দশমিক ভগ্নাংশ সংখ্যা।

বাস্তব সংখ্যা (Real Number) : সকল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়।

ধনাত্মক সংখ্যা (Positive Number) : শূন্য অপেক্ষা বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়।

          যেমন : \[ 1, 2 , \frac{1}{2}, \frac{3}{2}, \sqrt{2} , \overset.62, 0.415, 4.120345061, …….   \]  ইত্যাদি ধনাত্মক সংখ্যা।

ঋণাত্মক সংখ্যা (Negative Number) : শূন্য অপেক্ষা ছোট সকল বাস্তব সংখ্যাকে ঋণাত্মক সংখ্যা বলা হয়।

          যেমন : \[ -1, – 2 , – \frac{1}{2}, – \frac{3}{2}, – \sqrt{2} , – \overset.62, – 0.415, – 4.120345061, …….   \]  ইত্যাদি ঋণাত্মক সংখ্যা।

অঋণাত্মক সংখ্যা (Non-negative Number) : শূন্যসহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক সংখ্যা বলা হয়।

          যেমন : \[ 0 , 2 , \frac{1}{2},  \frac{3}{2},  , \overset.62, 0.415, 4.120345061, …….   \]  ইত্যাদি অঋণাত্মক সংখ্যা।

 

অনুশীলনী সমাধান

প্রশ্ন \ ১ \ প্রমাণ কর যে, (ক) \[\sqrt{5}\]  (খ) \[\sqrt{7}\]   (গ) \[\sqrt{10}\]   প্রত্যেকে অমূলদ সংখ্যা

সমাধান : (ক) এখানে, 22 = 4; 32 = 9  এবং \[(\sqrt{5})^2\] = 5   

সুতরাং \[\sqrt{5}\]  , 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা।

অতএব, \[\sqrt{5}\]   পূর্ণসংখ্যা নয়। অর্থাৎ \[\sqrt{5}\]   মূলদ বা অমূলদ সংখ্যা।

মনে করি, \[\sqrt{5}\]   মূলদ সংখ্যা।

তাহলে ধরি, \[\sqrt{5} = \frac{p}{q}\] ;  যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা,      q ≠ 0  এবং p, q সহমৌলিক, q >1.

          বা, 5 = \[ \frac{p^2}{q^2}\]; বর্গ করে

          বা, 5q =  \[ \frac{p^2}{q}\] ; উভয় পক্ষকে q দ্বারা গুণ করে।

এখানে, 5q স্পষ্টত পূর্ণসংখ্যা কিন্তু \[ \frac{p^2}{q}\]  পূর্ণসংখ্যা নয়। কারণ p ও  q স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q > 1.

          সুতরাং, 5q এবং \[ \frac{p^2}{q}\] সমান হতে পারে না, অর্থাৎ 5q ≠ \[ \frac{p^2}{q}\]

          \[\sqrt{5}\] এর মান \[ \frac{p}{q}\] আকারের কোনো সংখ্যা হতে পারে না,

          অর্থাৎ, \[\sqrt{5}\] ≠ \[ \frac{p}{q}\]

          অতএব, \[\sqrt{5}\]  একটি অমূলদ সংখ্যা। (প্রমাণিত)

(খ) এখানে, 4 < 7 < 9

          বা, \[\sqrt{4} < \sqrt{7} < \sqrt{9}  \]

          বা, \[2 < \sqrt{7} < 3  \]

          ∴ \[\sqrt{7}\]  , 2 অপেক্ষা বড় কিন্তু 3 অপেক্ষা ছোট সংখ্যা

          অতএব, \[\sqrt{7}\]   পূর্ণসংখ্যা নয়, অর্থাৎ \[\sqrt{7}\]  মূলদ বা অমূলদ সংখ্যা

          মনে করি, \[\sqrt{7}\]   মূলদ সংখ্যা।

তাহলে ধরি, \[\sqrt{7} = \frac{p}{q}\] ;  যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা,      q ≠ 0  এবং p, q সহমৌলিক, q >1.

          বা, 7 = \[ \frac{p^2}{q^2}\]; বর্গ করে

          বা, 7q =  \[ \frac{p^2}{q}\] ; উভয় পক্ষকে q দ্বারা গুণ করে।

এখানে, 7q স্পষ্টত পূর্ণসংখ্যা কিন্তু \[ \frac{p^2}{q}\]  পূর্ণসংখ্যা নয়। কারণ p ও  q স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q > 1.

          সুতরাং, 7q এবং \[ \frac{p^2}{q}\] সমান হতে পারে না, অর্থাৎ 7q ≠ \[ \frac{p^2}{q}\]

          \[\sqrt{7}\] এর মান \[ \frac{p}{q}\] আকারের কোনো সংখ্যা হতে পারে না,

          অর্থাৎ, \[\sqrt{7}\] ≠ \[ \frac{p}{q}\]

          অতএব, \[\sqrt{7}\]  একটি অমূলদ সংখ্যা। (প্রমাণিত)

 (গ)    এখানে, , 9 < 10 < 16

          বা, \[\sqrt{9} < \sqrt{10} < \sqrt{16}  \]

          বা, \[ 3 < \sqrt{10} < 4  \]

          ∴ \[\sqrt{10}\]  পূর্ণ সংখ্যা নয়, অর্থাৎ \[\sqrt{10}\]   মূলদ বা অমূলদ সংখ্যা

          মনে করি, \[\sqrt{10}\]   মূলদ সংখ্যা।

তাহলে ধরি, \[\sqrt{10} = \frac{p}{q}\] ;  যেখানে p ও q স্বাভাবিক সংখ্যা,    q ≠ 0  এবং p, q সহমৌলিক, q >1.

          বা, 10 = \[ \frac{p^2}{q^2}\]; বর্গ করে

          বা, 10q =  \[ \frac{p^2}{q}\] ; উভয় পক্ষকে q দ্বারা গুণ করে।

এখানে, 10q স্পষ্টত পূর্ণসংখ্যা কিন্তু \[ \frac{p^2}{q}\]  পূর্ণসংখ্যা নয়। কারণ p ও  q স্বাভাবিক সংখ্যা ও এরা পরস্পর সহমৌলিক এবং q > 1.

          সুতরাং, 10q এবং \[ \frac{p^2}{q}\] সমান হতে পারে না, অর্থাৎ 10q ≠ \[ \frac{p^2}{q}\]

          \[\sqrt{10}\] এর মান \[ \frac{p}{q}\] আকারের কোনো সংখ্যা হতে পারে না,

          অর্থাৎ, \[\sqrt{10}\] ≠ \[ \frac{p}{q}\]

          অতএব, \[\sqrt{10}\]  একটি অমূলদ সংখ্যা। (প্রমাণিত)

২।         (ক) 0.31 এবং 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় কর।

            সমাধান : মনে করি, একটি সংখ্যা, a = 0.30300300030……………..

                                         এবং অপর সংখ্যা, b = 0.2020020002……………..

            স্পষ্টত : a  ও b উভয়ই দুইটি বাস্তব সংখ্যা এবং উভয়ই 0.31 অপেক্ষা ছোট এবং 0.12 অপেক্ষা বড়

            অর্থাৎ, 0.31 > 0.3030030003…………… > 0.12

            এবং 0.31 > 0.2020020002…………… > 0.12

            আবার, a ও b  কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।

∴ a ও b দুইটি নির্ণেয় অমূলদ সংখ্যা, যা 0.31 এবং 0.12  এর মাঝে অবস্থিত।

            নির্ণেয় সংখ্যা, 0.3030030003……………

                              এবং 0.31 > 0.2020020002…………… > 0.12

          [ বি. দ্র. : এরূপ অসংখ্য অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়।]

(খ)     \[\frac{1}{\sqrt{2}}\]    এবং \[ \sqrt{2}\]   এর মধ্যে একটি মূলদ এবং একটি অমূলদ সংখ্যা নির্ণয় কর।

সমাধান : ক্যালকুলেটর ব্যবহার করে পাই,

 \[\frac{1}{\sqrt{2}}\]  = 0.7071 এবং \[ \sqrt{2}\]    = 1.4142

মনে করি, একটি সংখ্যা a = \[\frac{7}{5}\]  = 1.4

          এবং অপর সংখ্যা b = 1.404004000400004………….

স্পষ্টত : a ও b উভয়ই বাস্তব সংখ্যা এবং উভয়ই  \[\frac{1}{\sqrt{2}}\]  অপেক্ষা বড় এবং \[ \sqrt{2}\] অপেক্ষা ছোট।

অর্থাৎ, 0×7071 <  1×4 ……………. < 1×4142

এবং 0×7071 < 1×404004000400004………….. < 1×4142

আবার, a কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় ও b  কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না।

এখন, \[\frac{7}{5}\]  ও 1.4142 এর মাঝে a  ও  b অবস্থিত এবং a মূলদ সংখ্যা ও b অমূলদ সংখ্যা।

শর্তমতে, a মূলদ সংখ্যা ও b অমূলদ সংখ্যা যা 0.7071 এবং 1.4142 এর মাঝে অবস্থিত।

নির্ণেয় মূলদ সংখ্যা, \[\frac{7}{5}\]  বা, 1.4

এবং অমূলদ সংখ্যা 1.404004000400004 ……………..

          [ বি. দ্র. : এরূপ অসংখ্য মূলদ ও অমূলদ সংখ্যা নির্ণয় করা যায়।]

প্রশ্ন \ ৩ \ (ক) প্রমাণ কর যে, যেকোনো বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা।

সমাধান : মনে করি, n একটি বিজোড় সংখ্যা

          ∴ n = 2x – 1; যেখানে ী একটি পূর্ণ সংখ্যা

          ∴ n2 = (2x -1)2; উভয়পক্ষকে বর্গ করে

                   = (2x)2 – 2×2x×1 + (1)2

                   = 4x2 – 4x + 1 = 4x(x -1) + 1

          এখানে, 4x(x -1) সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। অর্থাৎ জোড় সংখ্যা।

          ∴ 4x(x -1) + 1 সংখ্যাটি বিজোড় সংখ্যা।

          অতএব, n2 বিজোড় সংখ্যা।

          সুতরাং সকল বিজোড় পূর্ণ সংখ্যার বর্গ একটি বিজোড় সংখ্যা (প্রমাণিত)

(খ) প্রমাণ কর যে, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 (আট) দ্বারা বিভাজ্য।

          সমাধান : মনে করি, দুইটি ক্রমিক জোড় সংখ্যা যথাক্রমে 2x ও 2x + 2

          ক্রমিক সংখ্যা দুইটির গুণফল, 2x ´ (2x + 2);  যেখানে x  যেকোনো স্বাভাবিক সংখ্যা।

          ∴ 2x ×(2x + 2)  = 2x (2x + 2) = 4x2 + 4x  = 4x (x + 1)

          এখানে, x ও x + 1 দুইটি ক্রমিক সংখ্যা। সুতরাং এদের একটি জোড় সংখ্যা হবেই।

          ∴ x(x + 1)  সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে।

          ∴ 4x(x +1) সংখ্যাটি 4 ´ 2 বা 8 দ্বারা বিভাজ্য হবে।

          অতএব, দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য হবে।

          সুতরাং x এর স্বাভাবিক মান নির্বিশেষে 8 দ্বারা 4x(x +1) সংখ্যাটি বিভাজ্য হবে। (প্রমাণিত)

প্রশ্ন \ ৪ \ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর :

 

SSC math chapter 1- real numbers solution

লক্ষ করি, ভগ্নাংশের লবকে হর দিয়ে ভাগ করে দশমিক ভগ্নাংশে পরিণত করার সময় ভাগের প্রক্রিয়া শেষ হয় নাই। দেখা যায় যে, ভাগফলে একই সংখ্যা 6 বার বার আসে। এখানে 0×16666…………….একটি আবৃত্ত দশমিক ভগ্নাংশ।

নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশ = 0.16666 …………..= \[ 0×1\overset.6 \]

%Focuse keyword%

 

%Focuse keyword%

 

 

%Focuse keyword%

প্রশ্ন \ ৫ \ সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর :

%Focuse keyword%

%Focuse keyword%

%Focuse keyword%

%Focuse keyword%

%Focuse keyword%

প্রশ্ন \ ৬ \ সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ কর :

(ক)     \[ 2.\overset.6, 5.2\overset.3\overset.5 \]

সমাধান : \[ 2.\overset.6, 5.2\overset.3\overset.5 \] আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 0, 1 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 2। সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 হবে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে যথাক্রমে 1 ও 2  এর ল. সা. গু. 2। অর্থাৎ সদৃশ আবৃত্ত দশমিক সংখ্যার দশমিকের পরে মোট সংখ্যা (1 + 2) = 3 টি।

          সুতরাং \[ 2.\overset.3 = 2.3\overset.3\overset.3 \]

                   \[ 5.2\overset.3\overset.5  = 5.2\overset.3\overset.5 \]

 নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : \[ 2.3\overset.3\overset.3, 5×2\overset.3\overset.5  \]

(খ)     \[ 7.2\overset.6, 4.23\overset.7 \]

সমাধান : \[ 7.2\overset.6, 4.23\overset.7 \] আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে 1 ও 2 । এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা \[ 4.23\overset.7 \] দশমিকে বেশি এবং এ সংখ্যা হলো 2। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2 হবে। \[ 7.2\overset.6, 4.23\overset.7 \] আবৃত্ত দশমিকে আবৃত্ত অংশের সংখ্যা যথাক্রমে 1 ও 1 । 1 ও 1 এর ল.সা.গু হলো 1। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 হবে।

          সুতরাং \[ 7.2\overset.6 = 7.26\overset.6  \],

                   \[ 4.23\overset.7 = 4.23\overset.7 \]

          নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : \[ 7×26\overset.6,  4.23\overset.7  \]

(গ)     \[ 5.\overset.7, 8.\overset.3\overset.4, 6. \overset.24\overset.5   \]

সমাধান : \[ 5.\overset.7, 8.\overset.3\overset.4, 6. \overset.24\overset.5   \] আবৃত্ত দশমিকে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা যথাক্রমে, 0, 0 ও 0। এখানে অনাবৃত্ত অঙ্ক সংখ্যা 0। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 0 হবে। \[ 5.\overset.7, 8.\overset.3\overset.4, ও 6. \overset.24\overset.5   \]   আবৃত্ত দশমিকে আবৃত্ত অংশের সংখ্যা যথাক্রমে 1, 2 ও 3। 1, 2 ও 3 এর ল.সা.গু হলো 6। তাই সদৃশ আবৃত্ত দশমিক করতে হলে প্রত্যেকটি দশমিকের আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 6 হবে।

          সুতরাং \[ 5.\overset.7 = 5.\overset.77777\overset.7 \]    ,

               \[ 8.\overset.3\overset.4 = 8.\overset.3343\overset.4 \]    ও

                \[ 6. \overset.24\overset.5 = 6.\overset.24524\overset.5 \]    

          নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : \[ 5.\overset.77777\overset.7,  8.\overset.3343\overset.4 , 6.\overset.24524\overset.5 \]    

(ঘ)     12.32, \[ 2.1\overset.9,  4.32\overset.5\overset.6 \]

সমাধান : 12.32 এ অনাবৃত্ত অংশ বলতে দশমিক বিন্দুর পরে 2 টি অঙ্ক এখানে আবৃত্ত অংশ নেই। \[ 2.1\overset.9 \] এ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1, \[ 4.32\overset.5\overset.6 \] এ অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2। এখানে অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা সবচেয়ে বেশি হলো 2 এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 1 ও 2  এর ল.সা.গু 2। প্রত্যেকটি দশমিকের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2  এবং আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2।

          ∴ 12.32 = \[12.32\overset.0\overset.0  \]

                   \[ 2.1\overset.9 = 2.19\overset.9\overset.9 \]

                   ও \[ 4.32\overset.5\overset.6 = 4.32\overset.5\overset.6 \]

নির্ণেয় আবৃত্ত দশমিক ভগ্নাংশসমূহ : \[ 12.32\overset.0\overset.0 , 2.19\overset.9\overset.9 4.32\overset.5\overset.6 \]

%Focuse keyword%

%Focuse keyword%

%Focuse keyword%

SSC math chapter 1 solution pdf

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top