আজকের পোস্টে ৯ম-১০ম শ্রেণি ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য বীজগণিতের (SSC Math Exercise 12.4 Solution) অনুশীলনী ১২.৪ এর সমাধান রয়েছে । দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ অনুশীলনী নিয়ে আলোচনা করা হয়েছে। পোস্টটি দেখে বাস্তব সমস্যা সমাধানে সমীকরণ গঠন করে সময়াধান করার বিস্তারিত জানা যাবে। সমাধান করার জন্য সহজ টেকনিক নিয়েও আলোচনা করা হয়েছে।
শিখনফল (Learning Outcomes):
১। দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণের ধারণা পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে পারবে।
২। বাস্তব সমস্যাকে সমীকরণে রূপান্তর করতে সক্ষম হবে।
৩। প্রদত্ত পরিস্থিতি থেকে দুইটি চলক নির্ধারণ ও উপযুক্ত সহসমীকরণ গঠন করতে পারবে।
৪। বিয়োজন পদ্ধতি, স্থাপন পদ্ধতি বা রেখাচিত্র পদ্ধতি ব্যবহার করে সহসমীকরণ সমাধান করতে পারবে।
৫। সমাধানের প্রতিটি ধাপ সঠিকভাবে যুক্তিসহ দেখাতে ও ব্যাখ্যা করতে পারবে।
৬। অনুশীলনীতে দেওয়া প্রশ্নগুলোর ধরন, প্যাটার্ন ও সমাধান কৌশল চিহ্নিত করতে পারবে।
৭। পরীক্ষা বা বাস্তব প্রয়োগে দ্রুত ও নির্ভুলভাবে উত্তর বের করার দক্ষতা তৈরি হবে।
৮। সমীকরণ সমাধানের মাধ্যমে তর্কশক্তি, বিশ্লেষণক্ষমতা ও সমস্যা–সমাধানের দক্ষতা উন্নত হবে।
SSC Math Exercise 12.4 Solution | এসএসসি গণিত অনুশীলনী ১২.৪ সমাধান

