SSC গণিত অনুশীলনী 12.2: সরল সহসমীকরণ সমাধান
এসএসসি গণিত বইয়ের ১২তম অধ্যায় “সরল সহসমীকরণ” অংশের অনুশীলনী 12.2 সম্পূর্ণভাবে দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান ভিত্তিক। এই অনুশীলনীতে বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে সমীকরণসমূহের সমাধান করতে বলা হয়েছে।
এই অধ্যায় বুঝতে পারলে বাস্তব জীবনের নানা সমস্যা, হার–অনুপাত, বেগ–সময়, বয়স সমস্যা ইত্যাদি সহজে সমাধান করা যায়। নিচে ধাপে ধাপে ধারণা এবং সমাধানের নমুনা দেওয়া হলো।
এখানে তুমি যা শিখবে—
-
দুই চলকবিশিষ্ট সরল সহসমীকরণ কীভাবে গঠন করতে হয়
-
তিনটি জনপ্রিয় সমাধান পদ্ধতি:
-
প্রতিস্থাপন পদ্ধতি
-
বিয়োজন পদ্ধতি
-
গ্রাফ পদ্ধতি
-

