Our Mission and Vission

বাংলাদেশ গণিত ফাউন্ডেশনের স্বপ্ন ও উদ্যোগ (ঠরংরড়হ ্ গরংংরড়হ)ঃ ঊনিশ শত নব্বই দশকের পর থেকে এবং ২০০৪ সালে প্রতিষ্ঠার পর হতে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ গণিত ফাউন্ডেশন সমাজের বিভিন্ন স্তরে গণিত সেবাকর্ম সম্পাদন করে আসছে। এই দীর্ঘ সময়ে বাংলাদেশ গণিত ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে নানাবিধ গণিত ইভেন্ট (গণিত কর্মসূচি) করেছে এবং করছে। বাংলাদেশ গণিত ফাউন্ডেশনের উল্লেখযোগ্য কর্মসূচিসমূহ এক নজরে নিচে দেয়া হলো:

(১) একযুগ ধরে গণিতের পাঠচক্র (গধঃয ঋঁহ ঈষধংং) পরিচালনা এবং ক্ষুদে ও দক্ষ গণিতবিদ তৈরীতে সর্বাতœক সহযোগিত করছে।

(২) প্রতিবছর নানারকম গণিত বিষয়ক সৃজনশীল পুস্তক প্রকাশ করা হচ্ছে।

(৩) এ পর্যন্ত ২০০টির অধিক গণিত-বিষয়ক গ্রন্থ প্রকাশ করা হয়েছে।

(৪) বিগত বছরগুলোতে অমর একুশে গ্রন্থমেলায় অংশগ্রহণ করে গণিত বইয়ের স্টল দিয়ে দেশের সর্বস্তরের লোকের মাঝে স্বল্পমূল্যে বই বিতরণ করা হয়েছে।

(৫) বিভিন্ন সময় গণিতের ওপর বিনোদন গণিত, বাইনারি ইত্যাদি নামক গণিত বিষয়ক ম্যাগাজিন প্রকাশ করে জনসাধারণকে গণিত বিষয়ক লিখনিতে সম্পৃক্ত করা হয়েছে।

(৬) বাংলাদেশ গণিত ফাউন্ডেশন বিগত ২০০৭ সাল হতে গণিতের ওপর অবদান রাখা ব্যক্তিবর্গকে গণিত আচার্য পুরস্কার প্রদান করে আসছে।

(৭) ট্রাফিক জ্যাম নিরসন, খাতায় দেশিয় ক্যালকুলেটর সংযুক্তকরণ প্রভৃতি নানা রকম গণিত প্রজেক্ট তৈরীর মাধ্যমে গণিতের আধুনিক প্রয়োগ সম্পাদনের চেষ্টা করা হয়েছে।

(৮) পাই এর মান নির্ণয়, বৃষ্টিবর্গ, খড়াবর্গ নামক বিভিন্ন বিষয়ের ওপর গণিতের সৃষ্টিশীল উদ্ভাবনার মাধ্যমে দেশিয় গণিতকে সমৃদ্ধ করার উদ্যোগ নেয়া হয়েছে।

(৯) নিয়মিত সদস্য সংখ্যা বৃদ্ধির মাধ্যমে সর্বত্র গণিত-চর্চার প্রসার করা হয়েছে।

(১০) দেশের বিভিন্ন গণিত ক্লাব গঠনের মাধ্যমে আপামর জনসাধারণকে গণিত চর্চায় সম্পৃক্ত করা হয়েছে।

(১১) প্রতি বছর ১৪ মার্চ পাই দিবস পালনের মাধ্যমে গণিত সংস্কৃতির প্রসারে বিশেষ অবদান রাখা হয়েছে।

(১২) সদস্য ও আগ্রহী পাঠকবর্গকে ২০১০ সাল হতে পি.ডি.এফ. বুকস (বইয়ের সফট কপি) বিতরণ করে হাজার হাজার গণিত ও বিজ্ঞান বিষয়ক বইয়ের বহুল প্রচার করা হয়েছে।

(১৩) নীলক্ষেতে স্বল্পমূল্যের ই-বুক লাইব্রেরী খুলে সর্বসাধারণের মাঝে বই বিতরণের ব্যবস্থা করা হয়েছে।

(১৪) বিভিন্ন জাতীয় দৈনিকে বিভিন্ন সময় গণিত বিষয়ক লেখা দিয়ে আম-জনতাকে গণিতে উদ্বুদ্ধ করা হয়েছে।

(১৫) ২০০৭ সাল হতে িি.িনফসধঃয.পড়স নামক একটি ওয়েব ডোমেন কিনে ওয়েবসাইটের মাধ্যমে দেশবিদেশের গণিতভক্তদের কাছে বাংলাদেশ গণিত ফাউন্ডেশনের গণিত কার্যক্রম তুলে ধরা হয়েছে।